প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ৮৫,৮০০

মডেল: নুসরাত ও সিফাত
ছবি: খালেদ সরকার

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় স্পনসরশিপ প্রোগ্রাম কো–অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: স্পনসরশিপ প্রোগ্রাম কো-অর্ডিনেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্পনসরশিপে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ই–মেইল, ইন্টারনেট, স্ক্যানার, সফটওয়্যার ও এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। কমিউনিটি মোবিলাইজেশনে অভিজ্ঞ হতে হবে। দ্রুত সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৬৮,৬৪০ থেকে ৮৫,৮০০ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। জীবনবিমা ও মেডিকেল সুবিধা আছে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৩ এপ্রিল ২০২৩।