মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি-৯–এর ট্রেন অপারেটর পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় ১৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রার্থীদের মনস্তাত্ত্বিক পরীক্ষা ১৯ আগস্ট সকাল ১০টায় সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে মনোবিজ্ঞান বিভাগ, কলাভবন (৩য় তলা), ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে নির্ধারিত স্থানে লিখিত পরীক্ষার প্রবেশপত্র, মূল জাতীয় পরিচয়পত্রসহ উপস্থিত থাকতে হবে।
এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হওয়ার অর্থ কোনোভাবেই চাকরির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া নয়। তা ছাড়া এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ/ভাতাও প্রদান করা হবে না।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে