প্রতীকী ছবি: প্রথম আলো
প্রতীকী ছবি: প্রথম আলো

ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশে চাকরির সুযোগ

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর

পদসংখ্যা: ৪

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক অথবা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার পরিচালনা, এমএস অফিস ও ডাটা এন্ট্রিতে পারদর্শী হতে হবে।

বয়স: ২৫ নভেম্বর ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম; পিতা/স্বামীর নাম; মাতার নাম; স্থায়ী ঠিকানা; বর্তমান/পত্র যোগাযোগের ঠিকানা; জন্ম তারিখ; জাতীয়তা; বয়স (২৫ নভেম্বর ২০২৪ তারিখে); ধর্ম; শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে); মোবাইল নম্বার; ই-মেইল; পে–অর্ডার নম্বর; জাতীয় পরিচয়পত্র নম্বর এবং দুজন রেফারেন্সের নাম উল্লেখ থাকতে হবে। জাতীয়তা ও শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্রের অনুলিপি এবং অভিজ্ঞতা (যদি থাকে) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়ন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়ন করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। প্রার্থীর সঙ্গে পত্র যোগাযোগের জন্য স্পষ্ট ঠিকানা সম্বলিত দুটি খাম মুখ খোলা অবস্থায় আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। আবেদনপত্র এবং খামের ওপর আবেদনকৃত পদের নাম অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আবেদন ফি

পরীক্ষার ফি বাবদ ‘মহাসচিব, আইবিবি’ বরাবর অফেরতযোগ্য ২০০ টাকা ব্যাংক ড্রাফট/পেমেন্ট অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাসচিব, দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি), ডি আর টাওয়ার (১৩ তলা), বীর প্রতীক গাজী গোলাম দস্তগীর সড়ক (বক্স কালভার্ট রোড), পুরানা পল্টন, ঢাকা-১০০০।

আবেদনপত্র পাঠানোর শেষ সময়: ৫ জানুয়ারি ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।