বেসরকারি প্রতিষ্ঠান মিনিস্টার হাই–টেক পার্ক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৫ জেলায় সেলস অফিসার পদে ১০০ জন পুরুষ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে, ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: সেলস অফিসার
পদসংখ্যা: ১০০
যোগ্যতা: এসএসসি ও এইচএসসি পাস। ইলেকট্রনিক ইকুইপমেন্ট/হোম অ্যাপ্ল্যায়েন্সেসে অন্তত এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্ল্যায়েন্সেস সেলস মার্কেটিং, সেলস অ্যান্ড মার্কেটিং, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বা সেলস ম্যানেজমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ২৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বরিশাল, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদপুর, জামালপুর, খুলনা, কিশোরগঞ্জ, লালমনিরহাট, ময়মনসিংহ, নাটোর, পঞ্চগড়, শরিয়তপুর, শেরপুর ও টাঙ্গাইল জেলা।
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ–সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, টি/এ, ভ্রমণ ভাতা, মেডিকেল ভাতা ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে।
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। এ ছাড়া ই–মেইলে, ডাকযোগে বা সরাসরিও আবেদনপত্র পাঠানো যাবে।
ডাকযোগে বা সরাসরি ও ই–মেইলে আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ডেপুটি ডিরেক্টর–এইচআর, মিনিস্টার হাই–টেক লিমিটেড ও মাইওয়ান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মিনিস্টার হেডকোয়ার্টার, বাসা–৪৭, রোড–৩৫/এ, গুলশান–২, ঢাকা–১২১২। ই–মেইল: hr.ministerelectronics@gmail.com।
আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর ২০২৪।