পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৩তম গ্রেডভুক্ত সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গবেষণা সহকারী ও উচ্চমান করণিক পদগুলোর লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৯ মার্চ বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে, ৩০ মার্চ সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গবেষণা সহকারী পদে ও ৩০ মার্চ বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত উচ্চমান করণিক পদে ৯০ মিনিটব্যাপী লিখিত পরীক্ষা হবে।
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের পদসংখ্যা ৫৬। তাই এই পদে পরীক্ষার্থীও অনেক। এই পদের জন্য লিখিত পরীক্ষার পাশাপাশি সাঁটলিপি ও কম্পিউটার টাইপ জানা আবশ্যক। শেষ সময়ের প্রস্তুতির জন্য পরীক্ষার্থীদের যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত, সেগুলো তুলে ধরা হলো।
পরীক্ষার মানবণ্টন
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৯০ মিনিটের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ৫০, গণিতে ১৫ ও সাধারণ জ্ঞানে ১৫ নম্বর মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় সর্বনিম্ন পাস নম্বর ৫০। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ব্যবহারিকে সাঁটলিপি ও কম্পিউটার টাইপে অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার নম্বর ১০।
লিখিত পরীক্ষার দিকনির্দেশনা
বাংলা
তৃতীয় শ্রেণির চাকরির পরীক্ষায় বাংলার ক্ষেত্রে সন্ধি, সমাস, কারক, এককথায় প্রকাশ, বাগ্ধারা, বিপরীত শব্দ, বাংলা থেকে ইংরেজি অনুবাদ, বিখ্যাত কবিদের সাহিত্যকর্ম দিয়ে থাকে। প্রস্তুতির জন্য নবম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র বোর্ডের বইয়ের পাশাপাশি বিগত বছরে চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন গুরুত্বপূর্ণ।
ইংরেজি
লিখিত পরীক্ষায় সর্বোচ্চ ৫০ নম্বর বরাদ্দ রয়েছে ইংরেজিতে। প্রিপজিশন, আর্টিকেল, বাক্য সঠিক লেখা, সিম্পল, কমপ্লেক্স, কমপাউন্ড সেনটেন্স, ডিগ্রি, ভার্ব, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, অনুবাদ, ফোকাস রাইটিং ও লেটার রাইটিং এসব বিষয়ে পড়তে হবে। ফোকাস রাইটিংয়ের জন্য মুক্তিযুদ্ধ ও বর্তমান সরকারের উন্নয়ন–সম্পর্কিত তথ্যাদি গুরুত্বপূর্ণ।
গণিত
গণিতের ১৫ নম্বরের জন্য লাভ-ক্ষতি, সুদকষা, শতকরা, মান নির্ণয়, উৎপাদক, আয়তক্ষেত্র, বর্গ, ত্রিভুজ–সম্পর্কিত অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির বোর্ডের বই যথাসম্ভব অনুশীলন করতে হবে।
সাধারণ জ্ঞান
তৃতীয় শ্রেণির লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর প্রায় ক্ষেত্রেই এককথায় দিতে হয়। এ ক্ষেত্রে অনেক সময় কম্পিউটার–সম্পর্কিত প্রশ্নও করে থাকে। সাধারণ জ্ঞান অংশে ভালো করার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বর্তমান সরকারের উন্নয়ন, বাংলাদেশে পররাষ্ট্রনীতি, জলবায়ু পরিবর্তন, সাম্প্রতিক সময়ে দেওয়া বিভিন্ন পুরস্কার, বর্তমান সরকারের মন্ত্রিসভা, সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলি ইত্যাদি গুরুত্বপূর্ণ। তা ছাড়া বিগত বছরে চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ।