বাংলাদেশ ব্যাংকে ক্যাশ অফিসার পদে নিয়োগের জন্য ২০০ প্রার্থী বরাবর অফার লেটার ইস্যু করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগের জন্য নির্বাচিত ২০০ প্রার্থী নিজেদের সিভি আইডেন্টিফিকেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে নিজ নিজ অফার লেটারের কপি ও সংশ্লিষ্ট কাগজপত্র ১৪ আগস্ট থেকে ডাউনলোড করতে পারবেন।
প্রার্থীরা ২৭ আগস্ট তারিখের মধ্যে পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর রিপোর্ট করতে হবে। এ সময়ের মধ্যে কোনো প্রার্থী রিপোর্ট না করলে নিয়োগ বাতিল বলে গণ্য করা হবে। নিয়োগের জন্য নির্বাচিত ২০০ প্রার্থীর রোল নম্বর দেখা যাবে এই লিংকে।