যোগ্য প্রার্থী নেই, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের নিয়োগ স্থগিত

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই) একটি নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করেছে। পদের নামটি হলো প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও)। এ বছরের ৫ ফেব্রুয়ারি এ পদে নিয়োগের জন্য আবদেন আহ্বান করা হয়েছিল। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) পদে একজনকে নিয়োগসহ তিন পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট।

আজ বুধবার বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট এক বিজ্ঞপ্তিতে বলেছে, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) পদের বিপরীতে প্রাপ্ত আবেদনকারীদের মধ্যে কোনো যোগ্য প্রার্থী না পাওয়ায় ওই পদের নিয়োগ স্থগিত করা হলো।

গত ৫ ফেব্রুয়ারিতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) পদের যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছিল, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব, ভূপদার্থবিদ্যা, পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং বা তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে পিএইচডি ডিগ্রি অথবা ভূতত্ত্ব বা ভূপদার্থবিদ্যায় অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর অথবা পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং বা তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। পেট্রোলিয়াম বা খনিজ অনুসন্ধান, উন্নয়ন, গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন এবং গবেষণাকাজে অন্যূন ১২ বছরের অভিজ্ঞতা; তবে পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে অভিজ্ঞতা তিন বছর পর্যন্ত শিথিলযোগ্য। পেট্রোলিয়াম বা খনিজ অনুসন্ধান, উন্নয়ন ও অন্যান্য বিষয়ে পরামর্শ প্রদানের সামর্থ্য থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক মানের জার্নালে অন্যূন দুটি স্ট্যান্ডার্ড টেকনিক্যাল অথবা বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশনা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর। তবে উপযুক্ত প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)।

বিস্তারিত দেখুন এখানে