দেশের অন্যতম পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিন্যান্স-পেরোল’ পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ২৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিন্যান্স-পেরোল
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং বিষয়ে এমবিএ বা মাস্টার্স ডিগ্রি।
অভিজ্ঞতা: অ্যাকাউন্টিং/পেরোল স্পেশালিস্ট হিসেবে কমপক্ষে ৫ বছর চাকরির অভিজ্ঞতা।
বয়সসীমা: ২৫ জুন, ২০২১ তারিখে সর্বোচ্চ ৪০ বছর। যোগ্য প্রার্থীদের জন্য অভিজ্ঞতা ও বয়সসীমা শিথিল করা যেতে পারে।
বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ এবং প্রতিষ্ঠানের রীতি অনুসারে অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন এ পদে চাকরি পেলে।
আবেদনপ্রক্রিয়া: প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ২৫ জুন বিকেল সাড়ে ৪টার মধ্যে হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, পান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, ১০৭, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১৫ ঠিকানায় পাঠাতে হবে। কিংবা ই-মেইল করা যাবে careers.ppdac@panpacific.com ঠিকানায়।