সাধারণ বীমা করপোরেশনের আইটি–সংক্রান্ত সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট ও কন্ট্রোল অপারেটর পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। সাধারণ বীমার ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দুই পদে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৭ জানুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। করপোরেশনের প্রধান কার্যালয়ের ট্রেনিং সেন্টারে (৪র্থ তলা) এ পরীক্ষা নেওয়া হবে। ঠিকানা হলো সাধারণ বীমা করপোরেশন, প্রধান কার্যালয়, ৩৩, দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০।
লিখিত পরীক্ষার ফলাফল ওই দিনই সন্ধ্যায় জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অ্যাপ্টিটিউট টেস্ট ও মৌখিক পরীক্ষা পরের দিন, অর্থাৎ ৮ জানুয়ারি সংস্থার প্রধান কার্যালয়ের বোর্ড কক্ষে অনুষ্ঠিত হবে। অ্যাপ্টিটিউট টেস্ট ও মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে।