রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ‘প্রোগ্রামার’ পদের লিখিত পরীক্ষার সূচি ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
১২ অক্টোবর প্রার্থীদের দুই ঘণ্টার ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর টিকাটুলীর সেন্ট্রাল উইমেন্স কলেজে এ পরীক্ষা নেওয়া হবে। প্রার্থীদের প্রবেশপত্র ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রবেশপত্র এ ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) থেকে ডাউনলোড করা যাবে।
চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগহণ করতে পারবে না। প্রবেশপত্র ব্যতীত কোনো ধরনের কাগজ, বই, মুঠোফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। মাস্ক ছাড়া কাউকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।