স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফিস সহায়ক পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা আগামীকাল মঙ্গলবার (৩১ আগস্ট) পর্যন্ত আবেদন করতে পারবেন।
অফিস সহায়ক
৬ জন
২০
প্রার্থীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৮,২৫০-২০,০১০ টাকা
নারী-পুরুষ
যেকোনো স্থান
আবেদনকারীর বয়স ২০২১ সালের ১ জুলাই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। শুধু মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার ছেলে-মেয়ে এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আগ্রহীরা dnc.teletalk.com.bd-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা টেলিটক মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।