ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে আইন অফিসার (২০১৮ সালভিত্তিক) পদে তৃতীয় পর্যায়ে নিয়োগের জন্য প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন অফিসার পদে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে প্রণীত প্যানেল থেকে দুজন প্রার্থীকে তৃতীয় পর্যায়ে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। রোল নম্বর দুটি হলো ১৩০৬ ও ১৭১২।
নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন সম্পাদন করবে। প্রকাশিত ফলাফলে কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করার অধিকার রাখে কর্তৃপক্ষ।