বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ৯ পদে নেবে ১৫ জন

বাংলাদেশ সরকার
বাংলাদেশ সরকার

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ লোকবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯টি পদে লোকবল নিয়োগের জন্যই এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৫ জন নিয়োগ দেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

রিসিপশনিস্ট–কাম–টেলিফোন অপরেটর পদে ১ জন, কানুনগো ২, ক্যারিয়ার ২, বাজেট অ্যাসিস্ট্যান্ট ১, অডিট অ্যাসিস্ট্যান্ট ১, ক্যামেরাম্যান ১, ড্রাফটসম্যান ২, ডেটা এন্ট্রি অপারেটর ৪, চেইনম্যান পদে ১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। স্থায়ী এসব পদে নারী-পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন।

আবেদনের বয়স

এ বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত বয়স অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে বয়স হবে ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা http://www.bba.gov.bd–এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি

বিকাশের মাধ্যমে ৩১২ টাকা আবেদন ফি ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।