বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ১টি পদে মোট ১ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যেকেউ। পদটির জন্য আবেদন শুরু হয়েছে থেকে। আগ্রহী প্রার্থীকে আগামী ৬ জুনের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম অধ্যাপক। পদের সংখ্যা ১। বিভাগ গ্রামীণ উন্নয়ন। বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা। আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আগ্রহী প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrau.edu.bd) পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে আগামী ৬ জুন পর্যন্ত জমা দিতে পারবেন।