পরিবার পরিকল্পনা অধিদপ্তর নেবে ৩৬ পদে, সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ

ফাইল ছবি
ফাইল ছবি

পরিবার পরিকল্পনা অধিদপ্তর ৩৬টি পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সম্প্রতি সেই নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করা যাবে অনলাইনে। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করতে হবে ১৫ অক্টোবরের মধ্যে।

পদের নাম ও পদসংখ্যা

ফার্মাসিস্ট-২৭৫
মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব-১৪৮
মেডিকেল টেকনোলজিস্ট রেডিও-২
হেলথ এডুকেটর-১
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-৩
কম্পিউটার অপারেটর-১
ফিল্ড ট্রেইনার-১
প্রধান সহকারী-১
হিসাবরক্ষক-৩
উচ্চমান সহকারী-১
গবেষণা সহকারী-২
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-৪০
পরিসংখ্যান সহকারী-৫
গুদামরক্ষক-৫
কোষাধ্যক্ষ-৬
সহকারী লাইব্রেরিয়ান-২
ইপিআই টেকনিশিয়ান-১

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-১৫৯
টেলিফোন অপারেটর-২
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর-১
ওয়ার্ড মাস্টার-২
লিনেন কিপার-২
ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার-২
টিকিট ক্লার্ক-৪
স্টেরিলাইজার কাম মেকানিক-২
কিচেন সুপারভাইজার-১
রেকর্ড কিপার-১
কার্ডিওগ্রাফার-১
গাড়িচালক-৩৪
ইলেকট্রিশিয়ান-১
অফিস সহায়ক-৪০৪
এমএলএসএস/ নিরাপত্তা প্রহরী-৩৭৪
নিরাপত্তা প্রহরী-৯
ওয়াচম্যান-১
কুক হেল্পার-১
পরিচ্ছন্নতাকর্মী-৬৪

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

ফাইল ছবি

চাকরিতে আবেদনের বয়স

আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২০ সালের নভেম্বরে যাঁদের বয়স ১৮ হয়েছিল, তাঁরা আবেদনের সুযোগ পাননি। এখন তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। ৯ নভেম্বর ২০২০ তারিখে বয়স নূন্যতম ১৮ বছর এবং ২৫ মার্চ ২০২০ তারিখে যাঁদের বয়স ৩০ বছর, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স ৩২ বছর। বয়স প্রমাণের জন্য অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

বেতন ও সুযোগ–সুবিধা

পদভেদে সরকারের বেতন স্কেল অনুসারে বেতন-ভাতা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (http://dgfp.teletalk.com.bd/) এ ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে ১৫ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন।

**চাকরির সংশোধনী বিজ্ঞপ্তি দেখুন

***চাকরির পদগুলো এখানে দেখুন