ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবদেরও আবেদনের সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের পদ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

  • পদের নাম: হিসাব পরিচালক
    পদসংখ্যা:
    যোগ্যতা: প্রার্থীর বাণিজ্য বিষয়ে স্নাতকসহ এমকম অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি অথবা হিসাববিজ্ঞানে বিশেষ যোগ্যতাসহ বিশ্ববিদ্যালয় কিংবা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হিসাবসংক্রান্ত অফিস ব্যবস্থাপনায় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া যেকোনো মন্ত্রণালয়ের অধীনে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন অতিরিক্ত সচিব/যুগ্ম সচিব পদমর্যাদার সদ্য অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

    বেতন স্কেল: ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা

আবেদন যেভাবে
রেজিস্ট্রার অফিস থেকে ৫০ টাকার বিনিময়ে নির্ধারিত ফরম সংগ্রহ করে সব পরীক্ষা পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত কপিসহ আট সেট আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদন ফি: রেজিস্ট্রারের অনুকূলে ১০০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আবেদনের শেষ তারিখ: আগামী ৭ জুলাই ২০২২।