ঢাকার ব্রিটিশ হাইকমিশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে বেসরকারি খাতের উন্নয়ন উপদেষ্টা পদে জনবল নেওয়া হবে। যোগ্যতা পূরণ সাপেক্ষে যে কেউ আবেদন করতে পারেন।
পদসংখ্যা: ১
যোগ্যতা: সরকারি–বেসরকারি সংস্থায় অর্থনীতি, বিনিয়োগ, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টিসংক্রান্ত কাজে ১০ বছরের অভিজ্ঞতা
২,৯৭,৪৫৯ টাকা
Working for British High Commission Dhaka - GOV.UK (www.gov.uk) লিংকে প্রবেশ করে আবেদন ফরম ডাউনলোড করে, আবেদনপত্র পূরণ করে ই-মেইলে (AsiaHRHubRecruit@fcdo.gov.uk) পাঠাতে হবে।
আবেদন পাঠানোর শেষ তারিখ ১৪ অক্টোবর ২০২১।