ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বেশ কয়েকটি পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এসব পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ডিএসসিসি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু হবে ১৭ জুন। এক বিজ্ঞপ্তিতে ডিএসসিসি এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সব পরীক্ষায় অংশ নিতে হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। এ ছাড়া সব ধরনের শিক্ষাগত যোগ্যতার মূল কপি প্রদর্শন করতে হবে।