গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘শিক্ষানবিশ অফিসার’ পদে লোক নিয়োগ দেবে। যোগ্যতা থাকলে যেকেউ শিক্ষানবিশ অফিসার পদে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: গ্রামীণ ব্যাংক
পদের নাম: শিক্ষানবিশ অফিসার
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, হিসাববিজ্ঞান, পদার্থ, রসায়ন, গণিত, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আইন, বাংলা ও ইংরেজি বিষয়ে স্নাতক (চার বছর)/তিন বছরের স্নাতকসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিকে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। কোনো অবস্থায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
বয়স: ৩১ আগস্ট সরাসরি প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ‘শিক্ষানবিশ অফিসার’ পদে আবেদন করতে পারবেন।