কারিগরি শিক্ষা অধিদপ্তরের ফল প্রকাশ

বাংলাদেশ সরকার
বাংলাদেশ সরকার

কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদে ২৬৮ জনকে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গ্রেড–১১ থেকে ১৭ পর্যন্ত ১৩ ক্যাটাগরির এসব পদ মোট ৩ হাজার ২৪৫ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মৌখিক পরীক্ষা শুরু হবে ৭ মার্চ।

গতকাল শুক্রবার (৫ মার্চ) সকাল ও বিকেল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপরই পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

পদের নাম

ধর্ম শিক্ষক (ইসলাম ধর্ম), লাইব্রেরিয়ান, হিসাবরক্ষক, ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট, এলডিএ কাম স্টোরকিপার, সহকারী কাম স্টোরকিপার, অফিস সহকারী কাম স্টোরকিপার, এলডিএ কাম টাইপিস্ট, সহকারী কাম টাইপিস্ট, কেয়ার টেকার, ক্রাফট ইনস্ট্রাক্টর (শপ) জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ক্রাফট ইনস্ট্রাক্টর (শপ) কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, ক্রাফট ইনস্ট্রাক্টর (শপ) জেনারেল ইলেকট্রনিকস, ক্রাফট ইনস্ট্রাক্টর (শপ) ফার্ম মেশিনারি, ক্রাফট ইনস্ট্রাক্টর (ল্যাব)।

রাজধানীর কারিগরি শিক্ষা অধিদপ্তরে আগামীকাল রোববার (৭ মার্চ) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কাল রোববার সকাল ৯টা থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষার বিস্তারিত কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্প্রতি ১৫টি পদে মোট ৫৩৩ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এসব পদের মধ্যে ২৬৮টি পদের পরীক্ষার গতকাল শুক্রবার (৫ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। সকাল ও বিকেল দুই শিফটে পরীক্ষা হয়েছে। শুক্রবার সকালে ধর্ম শিক্ষক (ইসলাম ধর্ম, পদ—৫৫), হিসাবরক্ষক (পদ—৯), ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট (পদ—৯), এলডিএ কাম টাইপিস্ট (পদ—১), সহকারী কাম টাইপিস্ট (পদ—৫), ক্রাফট ইনস্ট্রাক্টর-ল্যাব (পদ—৮) পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেলে লাইব্রেরিয়ান (পদ—২৩), লাইব্রেরিয়ান (পদ—১৫), এলডিএ কাম স্টোরকিপার (পদ—২৫), সহকারী কাম স্টোরকিপার (পদ—১০), অফিস সহকারী কাম স্টোরকিপার (পদ—১৭), কেয়ারটেকার (পদ—২৩), ক্রাফট ইনস্ট্রাক্টর-শপ (পদ—৩৯) পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ফলাফল দেখুন এখানে