কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার
পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। ব্যাংক খাতে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে এ লিংকের (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?b1^7\0]1cD]AcJcp\a`yap^Acn[laO_o`/ao^.bbajbb[s`oZ/a=cg]p_r`tby_p[A`oa=_9]2]0c=`I_O]?^s].bl^pcebi`nbbbJ[m_c_sao^da._b\jb/]e_abnbu[ec&albpZb`Jbp9) মাধ্যমে আবেদন করতে হবে। কোনো হার্ডকপি গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২১