এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে চাকরির সুযোগ

ছবি: সংগৃহীত

এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩ পদে মোট ১৮ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। আগ্রহী প্রার্থীদের ডাকে আবেদনপত্র পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীকে ২৪ জুনের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম ডেপুটি ম্যানেজার। পদের সংখ্যা ১টি। ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল) বিভাগ। প্রার্থীকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমবিএ করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালানো জানতে হবে।

ছবি: সংগৃহীত

২. পদের নাম ডেপুটি ম্যানেজার। পদসংখ্যা ১। ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল) বিভাগ। প্রার্থীকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমবিএ করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালানো জানতে হবে।

৩. পদের নাম ডেপুটি ম্যানেজার। পদসংখ্যা ১। ইঞ্জিনিয়ারিং (সিভিল) বিভাগ। প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমবিএ করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালানো জানতে হবে।

আবেদনের বয়স

সব পদে আবেদনের জন্য বয়স হতে হবে কমপক্ষে ৩৮ বছর।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

জিএম, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এইচআরএম, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, ৩৯৫-৩৯৭, তেজগাঁও শি/এ, ঢাকা-১২০৮।