ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি একাধিক শূন্যপদে লোকবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সহকারী ব্যবস্থাপক পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ব্যক্তিরা সরাসরি আবেদন করতে পারবেন।
পদের নাম: উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)
পদের সংখ্যা: ১
শিক্ষাজীবনের সব স্তরে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৬০ বছর।
উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে চাকরি পেলে সর্বসাকল্যে বেতন ১,৭৮,১০০ টাকা। এর মধ্য মূল বেতন ৯২,২৫০ টাকা হিসেবে উৎসব ভাতা এবং ঢাকার বাইরে ভ্রমণের জন্য ভাতা পাবেন।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক
পদের সংখ্যা: ১০
শিক্ষাজীবনে কোনো ধরনের তৃতীয় বিভাগ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে প্রার্থীকে। কারিগরি বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রার্থীদের বিএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।
সহকারী ব্যবস্থাপক পদে চাকরি পেলে বেতন ২৬,০০০-৪২,০০০ টাকা হবে। এ ছাড়া এসএমই ফাউন্ডেশনের বেতন রীতি অনুসারে অন্যান্য সুবিধা পাবেন এ পদে চাকরি পেলে।
সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি পাঠাতে হবে ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন ভবন, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর ঢাকা ১২০৭—এই ঠিকানায়।
আবেদন ফি: ২ পদে আবেদন ফি ৫০০ টাকা।
আবেদনের শেষ তারিখ: এ মাসের ১২ তারিখ
**চাকরির বিজ্ঞপ্তি দেখুন এখানে