ইউএনডিপিতে চাকরির সুযোগ

প্রতীকী ছবি: প্রথম আলো
প্রতীকী ছবি: প্রথম আলো

ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ফিল্ড সিকিউরিটি অ্যাসোসিয়েট পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ফিল্ড সিকিউরিটি অ্যাসোসিয়েট, জি ৬

পদসংখ্যা: নির্ধারিত নয়

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রদান–সংশ্লিষ্ট কাজে সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল: কক্সবাজার

চাকরির মেয়াদ: প্রাথমিকভাবে এক বছর।

যেভাবে আবেদন: অনলাইনে এই (https://inspira.un.org/psp/PUNA1J/EMPLOYEE/HRMS/c/UN_CUSTOMIZATIONS.UN_JOB_DETAIL.GBL?Action=A&UNAction=Apply&JobOpeningId=170527&languageCd=ENG) লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৯ ফেব্রুয়ারি ২০২২।