১৮তম শিক্ষক নিবন্ধন: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২

মডেল: রিয়া ও ইয়াসফি
ছবি: খালেদ সরকার

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারী প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের দ্বিতীয় পর্বে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে?
ক. অধীনস্ত
খ. বিবদমান
গ. দৌরাত্ম্য
ঘ. ঘূর্ণায়মান

২. বাংলা ব্যাকরণের কোন অংশে ‘ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান’ সম্পর্কে আলোচনা করা হয়?
ক. রূপতত্ত্ব
খ. ধ্বনিতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব
ঘ. অর্থতত্ত্ব

৩. ‘ধ্বনি’ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
ক. ধ্বনি দৃশ্যমান
খ. মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
গ. ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
ঘ. অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার ধ্বনি

৪. স্বরান্ত অক্ষরকে কী বলে?
ক. একাক্ষর
খ. মুক্তাক্ষর
গ. বদ্ধাক্ষর
ঘ. যুক্তাক্ষর

৫. বাংলা বর্ণমালায় কোন বর্ণটি ‘নিলীন বর্ণ’ নামে পরিচিত?
ক. আ
খ. ঞ
গ. ঈ
ঘ. অ

৬. যোগরূঢ় শব্দ কোনটি?
ক. মহাযাত্রা
খ. চিকামারা
গ. গবেষণা
ঘ. সন্দেশ

৭. কোন বানানটি সঠিক?
ক. অন্তেষ্টিক্রিয়া
খ. অন্ত্যেষ্টিক্রিয়া
গ. অন্তেষ্টিক্রিয়া
ঘ. অন্তষ্টিক্রিয়া

৮. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক. ২২টি
খ. ২৩টি
গ. ২৫টি
ঘ. ৩২টি

৯. কোনটি তৎসম শব্দ?
ক. খাজনা
খ. সানাই
গ. কয়লা
ঘ. মানব

১০. ‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
ক. কুটিল
খ. জটিল
গ. বক্র
ঘ. গরল

১১. Curfew-এর পারিভাষিক শব্দ কোনটি?
ক. হরতাল
খ. অবরোধ
গ. সান্ধ্য আইন
ঘ. নিষিদ্ধ

১২. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?
ক. গো + অ = গবাক্ষ
খ. পৌ + অক = পাবক
গ. বি + অঙ্গ = বঙ্গ
ঘ. যতি + ইন্দ্র = যতীন্দ্র

১৩. ‘মৃত্তিকা দিয়ে তৈরি’ কথাটি সংকোচন করলে হবে?
ক. তন্ময়
খ. মন্ময়
গ. মৃন্ময়
ঘ. চিন্ময়

১৪. ‘গাভি বিত্তান্ত’ উপন্যাসটি কার লেখা?
ক. আহমদ শরীফ
খ. আহমদ ছফা
গ. হুমায়ুন আজাদ
ঘ. রফিক আজাদ

১৫. সঠিক সন্ধিবিচ্ছেদ নয় কোনটি?
ক. মহা + অর্ঘ = মহার্ঘ
খ. রবি + ঈন্দ্র = রবীন্দ্র
গ. নে + অন = নয়ন
ঘ. মরু + উদ্যান = মরূদ্যান

১৬. ‘বিকৃত’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. বিকার + ইত
খ. বি + কৃত
গ.বি + √কৃ + ত
ঘ. বিকৃ + ইত

১৭. ‘গঞ্জনা’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
ক. ঞ্ + জ
খ.  জ্ + ঞ
গ. ঞ্ + চ
ঘ. চ্ + ঞ

১৮. ‘প্রিয়ংবদা’ কোন সমাস?
ক. উপপদ তৎপুরুষ
খ. দ্বিতীয়া তৎপুরুষ
গ. অলুক তৎপুরুষ
ঘ. ষষ্ঠী তৎপুরুষ

১৯. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. ধোপানী
খ. ননদী
গ. অভাগী
ঘ. সতীন

২০. ভাষা আন্দোলনভিত্তিক ‘আর্তনাদ’ উপন্যাসটি কার লেখা?
ক. জহির রায়হান
খ. শওকত ওসমান
গ. সেলিনা হোসেন
ঘ. মুনীর চৌধুরী

মডেল টেস্ট-২ এর উত্তর

১. ক। ২. খ। ৩. ক। ৪. খ। ৫. ঘ। ৬. ক । ৭. খ। ৮. গ। ৯. ঘ ।১০. ঘ।
১১. গ। ১২. ক। ১৩. গ। ১৪. খ। ১৫. খ। ১৬. গ। ১৭. ক। ১৮. ক। ১৯. ঘ। ২০. খ।