সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে প্রথম পর্বে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে ৮ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ সময়ে সঠিক প্রস্তুতির পরামর্শ দিয়েছেন ঢাকার কোতোয়ালি থানার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিত সুর
যেহেতু সময় কম, তাই সব বিষয় না পড়ে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়তে পারেন। যেসব বিষয়ে বারবার প্রশ্ন আসে, সেই বিষয়গুলোতে চোখ রাখা দরকার। প্রাথমিকের আগের পরীক্ষার প্রশ্নগুলো ব্যাখ্যাসহ সমাধান করতে হবে। লিখিত পরীক্ষায় চারটি বিষয় বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান অংশ থেকে প্রশ্ন আসে। চারটি বিষয়ে ২০টি করে ৮০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকে। সময় ১ ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১। আর প্রতিটি ভুলের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
বাংলা বিষয়ের প্রস্তুতির আগে গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলো অনুশীলন করতে হবে। বাগধারা, সমার্থক শব্দ, প্রবাদ-প্রবচন, বিপরীত শব্দ, সমাস, সন্ধি, কারক, প্রকৃতি ও প্রত্যয়, বাক্য শুদ্ধি ও বানান, এককথায় প্রকাশ, বিপরীত শব্দ, উপসর্গ ও অনুসর্গ থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। এগুলো বেশি করে অনুশীলন করতে হবে। বাংলা সহিত্যের প্রশ্নগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্য ও বাংলা ভাষার ব্যকরণ বই থেকে পড়তে হবে।
ইংরেজির বিষয়ের প্রস্তুতির জন্য পার্টস অব স্পিচ, রাইট ফর্ম অব ভার্ব, সেনটেন্স কারেকশন, অ্যান্টোনিমস, প্রিপোজিশন, স্পেলিং, ভয়েস, ন্যারেশন, টেন্স, অ্যানালোজি, আর্টিকেল, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, নাম্বার, জেন্ডার, ওয়ার্ড মিনিং, কন্ডিশনাল সেনটেন্স ও ট্যাগ কোয়শ্চেন বেশি বেশি পরীক্ষায় আসে। কিছু ইংরেজি সাহিত্যের ওপর মৌলিক প্রশ্ন করে থাকে। ইংরেজি পরীক্ষায় ভালো করার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ইংরেজি ব্যাকরণের বইগুলো অনুশীলন করতে পারেন। ইংরেজিতে ভালো করার জন্য ইংরেজি পত্রিকা প্রতিদিন পড়া এবং বিখ্যাত লেখকের ইংরেজি ব্যাকরণের বই পড়তে পারেন।
গণিত বিষয়ে ভয় না পেয়ে বেশি বেশি অনুশীলন করতে হবে। গণিতে পাটিগণিত অংশে লাভ-ক্ষতি, শতকরা, ঐকিক নিয়ম, গড়, ধারা, অনুপাত, বয়স, সময়, দূরত্ব, নৌকা ও স্রোতের বেগ, নল ও চৌবাচ্চা, ট্রেনসম্পর্কিত প্রশ্ন আসে। আবার বীজগণিতে সূচক, লগারিদম, বীজগাণিতিক রাশি, মাননির্ণয়, উৎপাদক বিশ্লেষণ, সরল সমীকরণ থেকে প্রশ্ন আসে। জ্যামিতি থেকে মৌলিক বিষয়বস্তুর স্বচ্ছ ধারণা থাকলে পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর করা সম্ভব। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত অষ্টম থেকে দশম শ্রেণির গণিত বইগুলোর সঙ্গে এসএসসি টেস্ট পেপার গণিতের বহুনির্বাচনী প্রশ্ন অনুশীলন করলে ভালো করা যায়।
সাধারণ জ্ঞানের সিলেবাস বড়। পরীক্ষায় বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞান, আইসিটি এবং শিক্ষার মৌলিক বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন আসে। পরীক্ষায় ভালো করার জন্য দৈনিক পত্রিকা পড়ার অভ্যাস করতে হবে।
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান, জাতীয় দিবস, সরকারের প্রশাসনিক কাঠামো, নির্বাচন ব্যবস্থা, জাতীয় সংসদ, পুরস্কার, খেলাধুলা, আন্তর্জাতিক সংগঠন, চুক্তি, পুরস্কার, প্রণালি, রাজধানী, মুদ্রা, এসডিজি ও বাংলাদেশের মেগা প্রজেক্ট সম্পর্কে পড়তে হবে।
নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, পৌরনীতির বিষয়গুলো পড়তে হবে। এ ছাড়া বিজ্ঞান বিষয়ের জন্য পঞ্চম-নবম শ্রেণির জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিজ্ঞান বোর্ড বই এবং ষষ্ঠ-নবম শ্রেণির জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের আইসিটি বোর্ড বইটি অনুশীলন করলে প্রস্তুতি ভালো হবে।
বিসিএসের প্রশ্নগুলো বেশি করে অনুশীলন করতে হবে। কারণ, সর্বশেষ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আগের সালের বিসিএসের প্রশ্ন হুবহুই পরীক্ষায় এসেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সব বছরের প্রশ্ন পড়তে হবে। প্রয়োজনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো খাতায় নোট করতে হবে।
সাম্প্রতিক সময়ে চাকরির পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করতে হবে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রশ্ন ও বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নও সমাধান করতে হবে। পরীক্ষার কেন্দ্রে এক ঘণ্টা আগে উপস্থিত হতে হবে। উত্তরপত্রে নিজ বিভাগ, জেলা, উপজেলা/থানা, রোল নম্বর ও সেট কোড সঠিকভাবে লিখতে হবে। এসব তথ্য পূরণে ভুল হওয়ার কারণে চাকরিটা হাতছাড়া হয়ে যেতে পারে। সবার জন্য শুভকামনা।