সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন সময় প্রস্তুতির। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ১৪তম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন মো. আফজাল হোসেন।
১. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং প্রকল্প’ চালু হয় কত সালে?
ক. ২০০৯
খ. ২০১০
গ. ২০১১
ঘ. ২০১২
২. বাংলাদেশের নিবন্ধিত ১৭তম ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য কোনটি?
ক. ক্ষীরশাপাতি আম
খ. কাঁচাগোল্লা
গ. জামদানি
ঘ. মসলিন
৩. বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বর্তমানে কতটি?
ক. ৪১
খ. ৪২
গ. ৪৩
ঘ. ৪৪
৪. বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতীয় পরিচয়পত্রের ‘ফেস ভেরিফিকেশন’ চালু করে কোন দেশ?
ক. সিঙ্গাপুর
খ. যুক্তরাষ্ট্র
গ. সুইজারল্যান্ড
ঘ. কানাডা
৫. ২০২৫ সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ‘COP-30’ অনুষ্ঠিত হবে কোন দেশে?
ক. মিশর
খ. জার্মানি
গ. ব্রাজিল
ঘ. আর্জেন্টিনা
৬. জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২৩ অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানকারী কর্তৃপক্ষ কোনটি?
ক. সুরক্ষা সেবা বিভাগ
খ. বাংলাদেশ নির্বাচন কমিশন
গ. ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর
ঘ. জন্ম ও মৃত্যুনিবন্ধন কর্তৃপক্ষ
৭. ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস’ কবে পালিত হয়?
ক. ১ জানুয়ারি
খ. ১৮ মার্চ
গ. ২১ জুলাই
ঘ. ৯ জুন
৮. ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির পরিমাণ কত?
ক. ২,৩৬,০০০ কোটি টাকা
খ. ২,৬৬,০০০ কোটি টাকা
গ. ২,৬১,০০০ কোটি টাকা
ঘ. ২,৬৩,০০০ কোটি টাকা
৯. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী প্রতি হাজারে স্থুল মৃত্যুহার কতজন?
ক. ৫.৯ জন
খ. ৫.২০ জন
গ. ৫.৭ জন
ঘ. ৫.৬ জন
১০. জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি কে?
ক. ইমরে হোল্লাই
খ. পিটার থমসন
গ. ডেনিস ফ্রান্সিস
ঘ. স্যাম কুটেসা
১১. সম্প্রতি এমসিসির আজীবন সদস্যপদ পান কোন বাংলাদেশি?
ক. মাশরাফি বিন মুর্তজা
খ. সাকিব আল হাসান
গ. তামিম ইকবাল
ঘ. মুশফিকুর রহিম
১২. ২০২৩ সালে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. চীন
খ. দক্ষিণ আফ্রিকা
গ. ভারত
ঘ. ব্রাজিল
১৩. ৭৬তম কান চলচ্চিত্র উৎসব-২০২৩-এ সেরা চলচ্চিত্র (স্বর্ণপাম) জয়ী চলচ্চিত্রের নাম কী?
ক. অ্যাবাউট ড্রাই গ্রাসেস
খ. দ্য জোন অব ইন্টারেস্ট
গ. পারফেক্ট ডেজ
ঘ. অ্যানাটমি অব আ ফল
১৪. ২০২৩ সালে ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ভিলনিয়াস, লিথুয়ানিয়া
খ. টোকিও, জাপান
গ. প্যারিস, ফ্রান্স
ঘ. আঙ্কারা, তুর্কিয়ে
১৫. জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব কোনটি?
ক. বীরউত্তম
খ. বীরবিক্রম
গ. বীরপ্রতীক
ঘ. বীরশ্রেষ্ঠ
১৬. মেট্রোরেল লাইন-৬-এর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়াল রেলপথের দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক. ২২.১৬ কিমি
খ. ২৬.১১ কিমি
গ. ২১.২৬ কিমি
ঘ. ২১.৬২ কিমি
১৭. বাংলাদেশের প্রথম নারী কম্পিউটার প্রোগ্রামার কে?
ক. শাহেদা মোস্তাফিজ
খ. রাবাব ফাতিমা
গ. সাহেদা খাতুন
ঘ. রওনক মোস্তাফিজ
১৮. নিউজউইক ম্যাগাজিন বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ হিসেবে আখ্যায়িত করে কত সালে?
ক. ৫ এপ্রিল ১৯৭১
খ. ৭ এপ্রিল ১৯৭১
গ. ১০ এপ্রিল ১৯৭১
ঘ. ২ জুলাই ১৯৭১
১৯. ‘কোয়াডরিল্যাটেরাল সিকিউরিটি ডায়ালগ (কোয়াড)’ প্রথম গঠিত হয় কত সালে?
ক. ২০০৭
খ. ২০০৮
গ. ২০০৯
ঘ. ২০১০
২০. ‘কাউয়াদীঘি হাওর’ বাংলাদেশের কোথায় অবস্থিত?
ক. সিলেট
খ. চট্টগ্রাম
গ. মৌলভীবাজার
ঘ. বান্দরবান
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৪-এর উত্তর
১. খ। ২. খ। ৩. ঘ। ৪. ক। ৫. গ। ৬. ক। ৭. ঘ। ৮. ঘ। ৯. গ। ১০. গ।
১১. ক। ১২. খ । ১৩. ঘ। ১৪. ক। ১৫. ক। ১৬. গ। ১৭. ক। ১৮. ক। ১৯. ক। ২০. গ।