সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখন সময় প্রস্তুতি নেওয়ার। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ৩৪তম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন ঢাকার কোতোয়ালি থানার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।
১. ‘কারার ঐ লৌহ-কবাট’ গানটি জহির রায়হান পরিচালিত কোন সিনেমায় প্রদর্শিত হয়?
ক. জীবন থেকে নেওয়া
খ. কখনো আসেনি
গ. কাঁচের দেয়াল
ঘ. সঙ্গম
২. ‘টাইম আউট’ শব্দটি কোন খেলার সঙ্গে–সম্পর্কিত?
ক. ফুটবল
খ. রাগবি
গ. ভলিবল
ঘ. ক্রিকেট
৩. আফ্রিকা মহাদেশের মানচিত্রে ‘হর্ন অব আফ্রিকা’-তে কতটি দেশ আছে?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
৪. ‘We the people’ কোন দেশের সংবিধানের স্লোগান?
ক. ফ্রান্স
খ. কানাডা
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ভারত
৫. ইন্তিফাদা কী?
ক. ফিলিস্তিন শান্তি বাহিনী
খ. ফিলিস্তিন ইসরায়েল চুক্তি
গ. ফিলিস্তিন মুক্তি জাগরণ
ঘ. ফিলিস্তিন সামরিক বাহিনী
৬. ‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থা?
ক. রাশিয়া
খ. চীন
গ. ভারত
ঘ. পাকিস্তান
৭. ‘কংস’ নদীর উৎপত্তিস্থল—
ক. লুসাই পাহাড়
খ. গারো পাহাড়
গ. সীতা পাহাড়
ঘ. কংস পাহাড়
৮. দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল?
ক. পুনরুদ্ধার
খ. সাড়াদান
গ. প্রশমন
ঘ. পূর্বপ্রস্তুতি
৯. কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার লাভ করেন?
ক. যুক্তরাষ্ট্র
খ. ইংল্যান্ড
গ. অস্ট্রেলিয়া
ঘ. নিউজিল্যান্ড
১০. বিখ্যাত ‘ওয়াশিংটন কনসেনসাস’ কোন বিষয়ের সঙ্গে জড়িত?
ক. অস্ত্র নিয়ন্ত্রণ
খ. সন্ত্রাসবাদ দমন
গ. নয়া উদারবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
ঘ. আন্তর্জাতিক অভিবাসন নীতি
১১. ‘মজলিস’ কোন দেশের পার্লামেন্টের নাম?
ক. ইরাক
খ. ইরান
গ. আফগানিস্তান
ঘ. পাকিস্তান
১২. জলকেলি কাদের উৎসব?
ক. রাখাইন
খ. গারো
গ. চাকমা
ঘ. ত্রিপুরা
১৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাতিষ্ঠানিক শিক্ষার কত বছর পূর্ণ করেছে?
ক. সুবর্ণজয়ন্তী
খ. রজতজয়ন্তী
গ. হিরকজয়ন্তী
ঘ. প্লাটিনামজয়ন্তী
১৪. বাংলাদেশের ‘পশ্চিমা বাহিনীর নদী’ বলা হয় কোন বিলকে?
ক. ডাকাতিয়া বিল
খ. আড়িয়াল বিল
গ. তাগরাই বিল
ঘ. চলন বিল
১৫. বাংলাদেশের জাতীয় দিবস কবে?
ক. ১৬ ডিসেম্বর
খ. ৭ মার্চ
গ. ১৭ এপ্রিল
ঘ. ২৬ মার্চ
১৬. কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন?
ক. মুহম্মদ বিন কাসিম
খ. মুহম্মদ বিন তুগলক
গ. সম্রাট আকবর
ঘ. সম্রাট হুমায়ুন
১৭. বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কী?
ক. ভাষার কথা
খ. ভাষার স্বাধীনতা
গ. মোদের গোরব
ঘ. মোদের আশা
১৮. জাতীয় ‘গণহত্যা দিবস’ কবে পালন করা হয়?
ক. ২৫ মার্চ
খ. ২১ ফেব্রুয়ারি
গ. ১৪ ডিসেম্বর
ঘ. ১৫ আগস্ট
১৯. সুবর্ণজয়ন্তী বাংলাদেশ কনসার্ট শীর্ষক যে স্থানে আয়োজিত হয়—
ক. ম্যাডিসন স্কোয়ার গার্ডেন
খ. রয়্যাল আলবার্ট হল
গ. সিডনি অপেরা হাউস
ঘ. ওয়াল্ট ডিজনি কনসার্ট
২০. বাংলাদেশে প্রথম কোনো মহিলা টেস্টটিউব শিশুর মা হন?
ক. ফিরোজা বেগম
খ. পারভীন ফাতেমা
গ. রওশন জাহান
ঘ. কানিজ ফাতেমা
মডেল টেস্ট ৩৪-এর উত্তর:
১.ক) ২.ঘ) ৩.খ) ৪.গ), ৫.গ), ৬.ক), ৭.খ), ৮.গ), ৯.ঘ), ১০.গ), ১১.খ), ১২.ক), ১৩.ঘ)
১৪.ক), ১৫.ঘ), ১৬.খ), ১৭.গ), ১৮.ক), ১৯.ক), ২০.ক)।