৪৬তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২৫

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ ২৫তম পর্বে বাংলা সাহিত্য বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. ‘চীঅন বাকলঅ বারুনি বান্ধঅ’ চর্যাপদে বর্ণিত এই পঙ্‌ক্তির ‘চীঅন’ শব্দের অর্থ কী?
ক. সুপারি
খ. তাল
গ. কলা
ঘ. বরই

২. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’—এই প্রার্থনাটি কার?
ক. মুরারি শীল
খ. চাঁদ সদাগর
গ. কালকেতু
ঘ. ঈশ্বরী পাটনী

৩. কে চর্যাগীতির অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা প্রকাশ করেন?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. ড. শশীভূষণ দাশগুপ্ত
গ. ড. সুকুমার সেন
ঘ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

৪. ‘লায়লী-মজনু’ কাব্যের রচয়িতা কে?
ক. শাহ মুহম্মদ সগীর
খ. দৌলত কাজী
গ. দৌলত উজির বাহরাম খান
ঘ. সাবিরিদ খান

৫. ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’—কোন পত্রিকার সঙ্গে স্লোগানটি
জড়িত?
ক. সওগাত
খ. কল্লোল
গ. কালি ও কলম
ঘ. শিখা

৬. ‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে?’—উক্তিটি কার?
ক. কাজী নজরুল ইসলাম
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

৭. ‘সূর্য তুমি সাথী’ উপন্যাসটি কার?
ক. আল মাহমুদ
খ. মুহম্মদ লুৎফর রহমান
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. আহমদ ছফা

৮. ‘আজি এ প্রভাতে রবির কর,
কেমনে পশিল প্রাণের পর,
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান!’ উদ্ধৃতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অন্তর্গত?
ক. নির্ঝরের স্বপ্নভঙ্গ
খ. সোনার তরী
গ. বিদায় অভিশাপ
ঘ. আকাশপ্রদীপ

৯. ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল’—পদটির রচয়িতা কে?
ক. জ্ঞানদাস
খ. বিদ্যাপতি
গ. চণ্ডীদাস
ঘ. গোবিন্দদাস

১০. প্রাচীন লোকগীতি সংকলন ‘হারামণি’-এর প্রধান সম্পাদক কে ছিলেন?
ক. আশরাফ সিদ্দিকী
খ. ফকির গরিবুল্লাহ
গ. মুহম্মদ মনসুর উদ্দীন
ঘ. দৌলত উজির বাহরাম খান

১১. ‘আজ হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি, আমার কবিতাখানি কৌতূহল ভরে’—রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
ক. উপহার
খ. অনন্ত প্রেম
গ. প্রাণ
ঘ. ১৪০০ সাল

১২. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. বিধ্বস্ত নীলিমা
খ. রৌদ্র করোটিতে
গ. দুঃসময়ের মুখোমুখি
ঘ. নিজ বাসভূমে

১৩. ‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান! তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান কণ্টক-মুকুট শোভা।’
কবিতাংশটুকু কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. সর্বহারা
খ. বিষের বাঁশী
গ. সিন্ধু-হিন্দোল
ঘ. দোলনচাঁপা

১৪. ‘অমর একুশে’ কবিতাটি কার লেখা?
ক. আল মাহমুদ
খ. হাসান হাফিজুর রহমান
গ. শহীদ কাদরী
ঘ. রফিক আজাদ

১৫. কবি জসীমউদ্‌দীন রচিত বিখ্যাত ‘রূপাই’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া?
ক. রাখালী
খ. নক্সী কাঁথার মাঠ
গ. বালুচর
ঘ. ধানক্ষেত

১৬. ‘বাক্ বাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা’ ছড়াটির রূপকার কে?
ক. রোকনুজ্জামান খান
খ. সুকুমার রায়
গ. আহসান হাবীব
ঘ. যোগেন্দ্রনাথ রহমান

১৭. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য কোথা থেকে আবিষ্কৃত হয়?
ক. রয়েল লাইব্রেরি
খ. গোল্ডেন লাইব্রেরি
গ. গোয়াল ঘর
ঘ. রসুই ঘর

১৮. সমুদ্র উপকূলবর্তী জনপদের চিত্র অবলম্বনে রচিত উপন্যাস কোনটি?
ক. সারেং বউ
খ. পদ্মার পলিদ্বীপ
গ. আলমনগরের উপকথা
ঘ. বহ্নিবলয়

১৯. ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
ক. জীবন আমার বোন
খ. ঘর মন জানালা
গ. ওঙ্কার
ঘ. রাইফেল রোটি আওরা

২০. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ?
ক. যখন উদ্যত সঙ্গীন
খ. পৃথক পালঙ্ক
গ. উদাত্ত পৃথিবী
ঘ. অর্কেস্ট্রা

মডেল টেস্ট ২৫-এর উত্তর

১. ক। ২. ঘ। ৩. খ। ৪. গ। ৫. ঘ। ৬. খ। ৭. ঘ। ৮. ক। ৯. ক। ১০. গ। ১১. ঘ। ১২. ঘ। ১৩. গ । ১৪. খ। ১৫. খ। ১৬. ক। ১৭. গ। ১৮. ক। ১৯. খ। ২০. ক।