সপ্তাহের আলোচিত চাকরির পরীক্ষার প্রশ্ন-১

১. শব্দদূষণ নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশন কোন এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করেছে?
ক. ঢাকা মেডিকেল কলেজসংলগ্ন এলাকা
খ. শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন এলাকা
গ. বাংলাদেশ সচিবালয়সংলগ্ন এলাকা
ঘ. বঙ্গভবনসংলগ্ন এলাকা
উত্তর: খ. শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন এলাকা

২. জুলাই গণবিপ্লব–পরবর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে মতামত দিয়েছেন?
ক. অনুচ্ছেদ ১০২
খ. অনুচ্ছেদ ১০৩
গ. অনুচ্ছেদ ১০৬
ঘ. অনুচ্ছেদ ১০৪
উত্তর: গ. অনুচ্ছেদ ১০৬

৩. দেশের বাজারে আসা Royal Enfield মোটরসাইকেল কোম্পানির যাত্রা শুরু হয় কোন দেশে?
ক. ভারত
খ. জাপান
গ. ইংল্যান্ড
ঘ. জার্মানি
উত্তর: গ. ইংল্যান্ড

৪. ২০২৪ সালের ২ অক্টোবর নিয়োগপ্রাপ্ত আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান কে?
ক. বিচারপতি নাজমুন আরা সুলতানা
খ. বিচারপতি তাসনিম দোজা
গ. বিচারপতি জিনাত আরা
ঘ. বিচারপতি সালমা মাসুদ আহমেদ
উত্তর: গ. বিচারপতি জিনাত আরা

৫. ১৬ অক্টোবর ২০২৪ সরকার মোট কয়টি জাতীয় দিবস বাতিল করে প্রজ্ঞাপন জারি করে?
ক. ৬টি
খ. ৭টি
গ. ৮টি
ঘ. ৯টি
উত্তর: গ. ৮টি

ছবি: চাকরি-বাকরি

৬. ২০২৪ সালে নোবেল বিজয়ী একমাত্র নারী কোন দেশের নাগরিক?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. জাপান
ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তর: ঘ. দক্ষিণ কোরিয়া

৭. ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স তাদের তৈরি কোন রকেটটির বুস্টার উৎক্ষেপণের পর লঞ্চপ্যাডে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়েছে?
ক. ফ্যালকন ৯
খ. স্টারশিপ
গ. ফ্যালকন হেভি
ঘ. সুপার হেভি
উত্তর: খ. স্টারশিপ

৮. ৫ নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কততম?
ক. ৫৮তম
খ. ৬০তম
গ. ৬২তম
ঘ. ৬৪তম
উত্তর: খ. ৬০তম

৯. কলকাতা শহরের গণপরিবহনের ইতিহাসের অংশ হয়ে উঠা ট্রামের যাত্রা শুরু হয়েছিল কত সালে?
ক. ১৮৭৩
খ. ১৯০৮
গ. ১৯১১
ঘ. ১৮৮৯
উত্তর: ক. ১৮৭৩

১০. মধ্যপ্রাচ্যে প্রথম কোন দেশ নিজ ভূখণ্ডে বাণিজ্যিক ক্যাসিনো খোলার লাইসেন্স প্রদান শুরু করে?
ক. সৌদি আরব
খ. সংযুক্ত আরব আমিরাত
গ. কাতার
ঘ. ওমান
উত্তর: খ. সংযুক্ত আরব আমিরাত

১১. প্রথম বাংলাদেশি ‘আয়রন লেডি’ কে?
ক. মারিয়া ফেরদৌসী আক্তার
খ. কাশফিয়া আরফা
গ. কৃষ্ণা দেবনাথ
ঘ. শারমিন আক্তার লিজা
উত্তর: ক. মারিয়া ফেরদৌসী আক্তার

১২. সর্বশেষ ঘোষিত নদীবন্দর কোনটি?
ক. ভোলাগঞ্জ নদীবন্দর
খ. সুলতানগঞ্জ নদীবন্দর
গ. গোয়াইনঘাট নদীবন্দর
ঘ. চিলমারী নদীবন্দর
উত্তর: ঘ. চিলমারী নদীবন্দর

১৩. লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন প্রধান কে?
ক. খলিল আল-হাইয়া
খ. নাঈম কাশেম
গ. হাশেম সাফিয়েদ্দিন
ঘ. খালেদ মাশাল
উত্তর: খ. নাঈম কাশেম

১৪. WHO ঘোষিত সর্বশেষ ম্যালেরিয়ামুক্ত দেশ কোনটি?
ক. মিসর
খ. আজারবাইজান
গ. তাজিকিস্তান
ঘ. বেলিজ
উত্তর: ক. মিসর

১৫. (১০-১৬ নভেম্বর, ২০২৪) ৩১তম APEC সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
ক. থাইল্যান্ড
খ. মালয়েশিয়া
গ. পেরু
ঘ. রাশিয়া
উত্তর: গ. পেরু

১৬. সারা দেশে সুপারশপে পলিথিন ও পলিপ্রপাইলিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয় কবে থেকে?
ক. ১০ অক্টোবর ২০২৪
খ. ১ অক্টোবর ২০২৪
গ. ২০ সেপ্টেম্বর ২০২৪
ঘ. ৩০ সেপ্টেম্বর ২০২৪
উত্তর: খ. ১ অক্টোবর ২০২৪

১৭. গত বছর কানাডায় কোন শিখ নেতার হত্যাকাণ্ডের জেরে ভারতের সঙ্গে দেশটির কূটনৈতিক সংকট তৈরি হয়?
ক. গুরপতবন্ত সিং পান্নুন
খ. হারদীপ সিং নিজ্জর
গ. কামালপ্রীত সিং
ঘ. মুখবীর সিং
উত্তর: খ. হারদীপ সিং নিজ্জর

১৮. ২৩ সেপ্টেম্বর ২০২৪ দখলদার ইসরায়েল কর্তৃক লেবাননে স্থল হামলা শুরু হয় কী নামে?
ক. অপারেশন নর্দান অ্যারোস
খ. অপারেশন ট্রু প্রমিজ
গ. অপারেশন ট্রু প্রমিজ ২
ঘ. অপারেশন ডেজ অব রেপেন্টেন্স
উত্তর: ক. অপারেশন নর্দান অ্যারোস

১৯. জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি কে?
ক. মো. জসীম উদ্দিন
খ. মোহাম্মদ আবদুল মুহিত
গ. সালাহউদ্দিন নোমান চৌধুরী
ঘ. মো. সুজা উল্লাহ
উত্তর: গ. সালাহউদ্দিন নোমান চৌধুরী

২০. নেপালে অনুষ্ঠিত ২০২৪ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপ কে জিতল?
ক. নেপাল
খ. ভারত
গ. মালদ্বীপ
ঘ. বাংলাদেশ
উত্তর: ঘ. বাংলাদেশ

গ্রন্থনা : নওশিন সাদিয়া