মডেল: রূপা, শিশির ও নীলা
মডেল: রূপা, শিশির ও নীলা

সপ্তাহের আলোচিত চাকরির পরীক্ষার প্রশ্ন-৯

১. ‘জেন-জি’ প্রজন্মের সদস্যদের জন্মকাল-

ক. ২০০০-২০১৫ সাল

খ. ১৯৯৯-২০১৪ সাল

গ. ১৯৯৭-২০১২ সাল

ঘ. ২০০০-২০১২ সাল

উত্তর : গ. ১৯৯৭-২০১২ সাল

২. দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আয় হয়েছে-

ক. ২০২২ সালের সেপ্টেম্বরে

খ. ২০২৪ সালের নভেম্বরে

গ. ২০২০ সালের জুলাইয়ে

ঘ. ২০২৪ সালের ডিসেম্বরে

উত্তর : ঘ. ২০২৪ সালের ডিসেম্বরে (২৬৩ কোটি ৯০ লাখ ইউএস ডলার)

৩. ইএসপিএনক্রিকইনফো প্রকাশিত বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার-

ক. নাহিদ রানা

খ. রিশাদ হোসাইন

গ. জাকের আলী

ঘ. তাসকিন আহমেদ

উত্তর : ঘ. তাসকিন আহমেদ

৪. ইতিহাসের সবচেয়ে নিকটতম সূর্যাভিযান সম্পন্নকারী নাসার মহাকাশযান-

ক. সোলার শাটল

খ. পার্কার সোলার প্রোব

গ. অ্যাপোলো ৪

ঘ. সোলার অরিজিন

উত্তর : খ. পার্কার সোলার প্রোব

৫. মিসর ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্ট-

ক. জিমি কার্টার

খ. রোনাল্ড রিগ্যান

গ. জন এফ কেনেডি

ঘ. রিচার্ড নিক্সন

উত্তর : ক. জিমি কার্টার

৬. সম্প্রতি আফ্রিকার কোন দেশে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা হয়েছে?

ক. সোমালিয়া

খ. নাইজেরিয়া

গ. জিম্বাবুয়ে

ঘ. মিসর

উত্তর: গ. জিম্বাবুয়ে

৭. কৃত্রিম বুদ্ধিমত্তার জনক-

ক. মারভিন মিনস্কি

খ. জন ম্যাকার্থি

গ. হার্বার্ট এ সিমন

ঘ. অ্যালেন নোয়েল

উত্তর : খ. জন ম্যাকার্থি

৮. বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প-

ক. গুরি বাঁধ

খ. ইটাইপু বাঁধ

গ. থ্রি গর্জেস বাঁধ

ঘ. লোংটান বাঁধ

উত্তর : গ. থ্রি গর্জেস বাঁধ

৯. আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার-

ক. তানভীর আহমেদ

খ. শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

গ. গাজী সোহেল

ঘ. নাদির শাহ

উত্তর: খ. শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

১০. বিশ্বে প্রথমবারের মতো গবাদিপশুর ওপর কর আরোপ করে কোন দেশ?

ক. ডেনমার্ক

খ. সুইজারল্যান্ড

গ. নিউজিল্যান্ড

ঘ. অস্ট্রেলিয়া

উত্তর : ক. ডেনমার্ক

১১. আধুনিক ভারতের অর্থনৈতিক উদারীকরণের জনক-

ক. নরেন্দ্র মোদি

খ. জওহরলাল নেহরু

গ. ইন্দিরা গান্ধী

ঘ. মনমোহন সিং

উত্তর : ঘ. মনমোহন সিং

১২. প্রথম কোন দেশে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়?

ক. মালয়েশিয়া

খ. সিয়েরা লিওন

গ. কঙ্গো

ঘ. চীন

উত্তর : ক. মালয়েশিয়া

১৩. চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম সিনেমা-

ক. My Bicycle

খ. Blue Sky

গ. The Hilltop

ঘ. My Dream

উত্তর : ক. My Bicycle (চাকমা ভাষায় ‘থেংগারি’)

১৪. মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী-

ক. মংডু

খ. সিত্তে

গ. গওয়া

ঘ. আন

উত্তর : খ. সিত্তে

১৫. বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা কোন কোম্পানি?

ক. ইউনিক্লো

খ. বেস্টসেলার

গ. সিঅ্যান্ডএ

ঘ. এইচঅ্যান্ডএম

উত্তর : ঘ. এইচঅ্যান্ডএম

১৬. বাংলাদেশ কবে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তীর্ণ হবে?

ক. ২০২৫ সাল

খ. ২০২৬ সাল

গ. ২০২৭ সাল

ঘ. ২০৩০ সাল

উত্তর : খ. ২০২৬ সাল

১৭. ২০২৪ সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেছে-

ক. শাহী আল সাদাত

খ. নুশরাত ইসলাম

গ. নিলা ইব্রাহিমি

ঘ. রায়ান লিয়াম

উত্তর : গ. নিলা ইব্রাহিমি (আফগানিস্তান)

১৮. ডি-৮ বা ডেভেলপিং এইট জোটের সর্বশেষ সদস্য-

ক. ইন্দোনেশিয়া

খ. নাইজেরিয়া

গ. আজারবাইজান

ঘ. পাকিস্তান

উত্তর : গ. আজারবাইজান

১৯. প্রথমবারের মতো গরুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে কোন দেশে?

ক. ডেনমার্ক

খ. যুক্তরাষ্ট্র

গ. মেক্সিকো

ঘ. নেদারল্যান্ডস

উত্তর: খ. যুক্তরাষ্ট্র

২০. বিশ্বে সবার আগে ইংরেজি নববর্ষ বরণ করে কোন দেশ?

ক. কিরিবাতি

খ. অস্ট্রেলিয়া

গ. জাপান

ঘ. নিউজিল্যান্ড

উত্তর: ক. কিরিবাতি

*লেখক: নওশিন সাদিয়া, শিক্ষার্থী