৪৭তম বিসিএসের আবেদন ২৯ ডিসেম্বর শুরু হবে। অনলাইনে ফরম পূরণ করতে গিয়ে ক্যাডার পছন্দক্রম নিয়ে প্রার্থীদের মনে অনেক প্রশ্ন দেখা দেয়। আবেদনকারীদের তেমন কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন ৩৫তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা রবিউল আলম লুইপা
একজন প্রার্থী একই সঙ্গে কয়টি ক্যাডার পছন্দ করতে পারবেন? (নিশাত নিশি)
উত্তর: বিসিএসে জেনারেল ও টেকনিক্যাল/প্রফেশনাল—এই দুই ক্যাটাগরির ক্যাডার রয়েছে। একজন প্রার্থী সব জেনারেল ক্যাডার এবং স্নাতকের বিষয়সংশ্লিষ্ট টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডারে (এটি কারও ক্ষেত্রে শূন্য, কারও ক্ষেত্রে এক বা একাধিক হতে পারে) আবেদন করতে পারবেন। আবেদন ফরমের শিক্ষাগত যোগ্যতার ছক পূরণ করলে আপনার জন্য কয়টি ক্যাডার প্রযোজ্য, সেটি পর্দায় দেখতে পাবেন। আপনার জন্য প্রযোজ্য ক্যাডার তালিকা থেকে আপনি কয়েকটি বা সব কটি ক্যাডার পছন্দক্রম অনুসারে সাজিয়ে নিতে পারবেন।
ক্যাডার পছন্দক্রম (চয়েস লিস্ট) কীভাবে সাজাব? (পল্লবী রায়)
উত্তর: ক্যাডার পছন্দক্রম একেকজন প্রার্থীর একেক রকম হয়। প্রথমে আপনি সব ক্যাডারের কাজের ধরন ও দায়িত্ব, পদায়ন ও সুযোগ-সুবিধা জেনে নেবেন। ক্যাডার–সম্পর্কিত তথ্যসংবলিত বই ও অনলাইন মাধ্যম থেকে এ তথ্যগুলো জেনে নিতে পারবেন। এরপর আপনার প্রত্যাশা ও পছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ক্যাডারগুলোকে প্রথম দিকে রেখে এবং অন্যগুলোকে পরের দিকে রেখে পছন্দক্রম তৈরি করবেন।
হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ক্যাডার পছন্দক্রম তালিকা কেমন হওয়া উচিত? (এস আলম হৃদয়)
উত্তর: আপনার একাডেমিক পড়াশোনা নয়, আপনার প্রত্যাশা ও পছন্দের সঙ্গে মিল রেখে ক্যাডার পছন্দক্রম নির্ধারণ করবেন। তবে অর্থনীতি ও বাণিজ্য–সম্পর্কিত কাজের প্রতি আগ্রহ থাকলে পছন্দক্রমের প্রথম দিকে নিরীক্ষা ও হিসাব, কর, শুল্ক ও আবগারি, বাণিজ্য প্রভৃতি ক্যাডারকে অগ্রাধিকার দিতে পারেন।
ফুড, ডাক ও রেলওয়ে ক্যাডারের তুলনায় তথ্য ক্যাডারে পদোন্নতি ও অন্যান্য সুবিধা কেমন? (মো. মাছুম)
উত্তর: আপনার জিজ্ঞাসার সব কটি ক্যাডারের পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা মোটামুটি ধরনের। খাদ্য এবং তথ্য—সাধারণ ক্যাডারে সব জেলায় পদায়ন আছে। অন্যদিকে ডাক এবং রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারের নির্দিষ্ট জেলাগুলোতে ক্যাডার পদে পদায়ন হয়। আবার তথ্য-বার্তা ও তথ্য-অনুষ্ঠান ক্যাডারে শুধু বেতারকেন্দ্রগুলোতে পদায়ন হয়। এখন আপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ক্যাডারগুলো সাজিয়ে নিন।
আমি পররাষ্ট্র এবং পুলিশ ক্যাডার পছন্দক্রমে রাখতে চাইছি না। প্রশাসন ও কৃষি ক্যাডার বেশি পছন্দ। পররাষ্ট্র ও পুলিশ ক্যাডার পছন্দক্রমে না রাখার কারণে ভাইভাতে কি কোনো সমস্যা হতে পারে? (নুসরাত জামান)
উত্তর: যে ক্যাডারে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন অথবা যে ক্যাডারগুলোতে চাকরি হলে করবেন, সেই ক্যাডারগুলোই পছন্দক্রমে রাখবেন। কোনো ক্যাডার পছন্দক্রমে রাখা বা না রাখা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। তবে ভাইভা বোর্ড কৌতূহলী হয়ে ‘অমুক ক্যাডার পছন্দক্রমে নেই কেন’, ‘অমুক ক্যাডার প্রথম পছন্দ কেন’—এ ধরনের প্রশ্ন করতেই পারে। তাই সব প্রশ্নের উত্তর মাথায় রাখা উচিত এবং এর বুদ্ধিদীপ্ত উত্তর ভাইভা বোর্ডে আপনার প্রতি পজিটিভ ইমপ্রেশনও তৈরি করতে পারে।
কাস্টমস, ট্যাক্স ও অডিট ক্যাডার কীভাবে পছন্দক্রমে দিলে ভালো হবে? (সালমা সুলতানা)
উত্তর: আপনার পছন্দ, লাইফস্টাইল ও পরিকল্পনা অনুযায়ী ক্যাডারগুলোর পছন্দক্রম সাজাবেন। নিরীক্ষা ও হিসাব ক্যাডার রাষ্ট্রের ব্যয়গুলো দেখাশোনা করে, বৈচিত্র্যময় কাজের সুযোগ আছে, শুধু বিভাগীয় শহরে পদায়ন হয়, নির্ঝঞ্ঝাট ডেস্ক জব, প্রশিক্ষণ ও মিশন অডিটের মাধ্যমে বৈধ অর্থ উপার্জনের সুযোগ আছে। কর ক্যাডার রাষ্ট্রের রাজস্ব আয় করে দেয়, জেলা ও বিভাগে পদায়ন হয়, পাবলিক অ্যাফেয়ার্স ডিল করতে হয়, করবহির্ভূত আয় উদ্ঘাটন করে পুরস্কার পাওয়ার সুযোগ আছে। শুল্ক ও আবগারি ক্যাডারও রাষ্ট্রের রাজস্ব আয় করে দেয়, জেলা ভ্যাট অফিস ও কাস্টমস হাউসগুলোতে পদায়ন হয়, নির্ঝঞ্ঝাট ডেস্ক জব, চোরাচালান উদ্ঘাটন করে পুরস্কার পাওয়ার সুযোগ আছে।
নিজের স্নাতকের বিষয়ে টেকনিক্যাল ক্যাডার আছে, এ রকম কেউ যদি শুধু জেনারেল ক্যাডারে আবেদন করেন, তিনি কি টেকনিক্যাল নন-ক্যাডার পাবেন? (মোহাম্মদ রাসেল)
উত্তর: একজন প্রার্থী জেনারেল বা টেকনিক্যাল বা উভয় ক্যাডার যেভাবেই আবেদন করুক না কেন, তিনি সব নন–ক্যাডার পাওয়ার জন্যই যোগ্য। (মেধাতালিকা ও প্রার্থীর স্নাতকে পঠিত বিষয়ের সঙ্গে সামঞ্জস্য সাপেক্ষে)। এখন আবেদনের সময় ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডারেও পছন্দক্রম দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
৪৭তম বিসিএসের আবেদনকারীদের আরও কোনো বিষয় জানার থাকলে আমাদের ই-মেইলে (chakribakri@prothom-alo.info) ও ফেসবুক পাতায় (https://www.facebook.com/ChakriBakriZone) প্রশ্ন করতে পারেন। পরবর্তী সংখ্যায় সেসব প্রশ্নের উত্তর দেওয়া হবে।