মডেল: শিশির, রূপা ও রিয়াদ
মডেল: শিশির, রূপা ও রিয়াদ

৪৬তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২৮

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ ২৮তম পর্বে বাংলা বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. ‘কোহিনুর’ পত্রিকাটি সম্পাদনা করেন কে?    
ক) এস ওয়াজেদ আলী
খ) মুহম্মদ আবদুল হাই
গ) মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী
ঘ) মাহবুব-উল আলম

২. ‘কালপুরুষ’ কোন লেখকের ছদ্মনাম?    
ক) সমরেশ বসু
খ) জীবনানন্দ দাশ
গ) রাজশেখর বসু
ঘ) আলী আহসান

৩. রশীদ হায়দারের ‘খাঁচায়’ উপন্যাসের পটভূমি হলো—
ক) ভাষা আন্দোলন
খ) ছাত্র আন্দোলন
গ) স্বদেশি আন্দোলন
ঘ) মুক্তিযুদ্ধ

৪. ‘আমার যত কথা’ গ্রন্থের লেখক কে?  
ক) গোলাম সারওয়ার
খ) হাসান হাফিজুর রহমান
গ) সেলিনা হোসেন
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

৫. প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ—
ক) মূর্খদের ভাষা
খ) পণ্ডিতদের ভাষা
গ) লেখকদের ভাষা
ঘ) জনগণের ভাষা

৬. মঙ্গলকাব্যের প্রধান শাখা কয়টি?  
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫

৭. ‘ময়নামতির গান’-এর রচয়িতা কে?
ক) শুকুর মহম্মদ
খ) আশুতোষ মুখোপাধ্যায়
গ) ভবানী দাস
ঘ) নয়াচাঁদ ঘোষ

৮. হিন্দি ও ফারসি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে?  
ক) প্রণয়োপাখ্যান
খ) নাথ সাহিত্য
গ) কবিগান
ঘ) মঙ্গলকাব্য

৯. আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল?  
ক) অষ্টাদশ শতক
খ) সপ্তদশ শতক
গ) ষোড়শ শতাব্দী
ঘ) পঞ্চদশ শতক

১০. ‘অবক্ষয়’ যুগের কবি কে?
ক) সৈয়দ হামজা
খ) ভারতচন্দ্র রায়গুণাকর
গ) রামনিধি গুপ্ত
ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

১১. বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয় কত সালে?
ক) ১৮৫৪
খ) ১৮০০
গ) ১৯০০
ঘ) ১৭৬৫

১২. ‘অন্যজীবন’ কী ধরনের গ্রন্থ?
ক) কাব্য
খ) নাটক
গ) উপন্যাস
ঘ) প্রবন্ধ

১৩. ‘বিত্ত নাই বেসাতি নাই’-এর রচয়িতা কে?
ক) আসাদ চৌধুরী
খ) শহীদ কাদরী
গ) কামিনী রায়
ঘ) শামসুর রাহমান

১৪. ‘আমার কিছু কথা’ গ্রন্থের রচয়িতা কে?    
ক) সেলিনা হোসেন
খ) ড. নীলিমা ইব্রাহীম
গ) খান আতাউর রহমান
ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৫. ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গানটির রচয়িতা ও সুরকার কে?    
ক) আবদুল গাফ্‌ফার চৌধুরী
খ) আব্দুল লতিফ
গ) আবদুল করিম
ঘ) লুৎফুর রহমান

১৬. কৃত্তিবাসী রামায়ণের প্রথম পাঁচ খণ্ড কার প্রচেষ্টায় মুদ্রিত হয়?  
ক) উইলিয়াম কেরি
খ) কাশিরাম দাস
গ) কোরেশী মাগন ঠাকুর
ঘ) মার্শম্যান

১৭. ‘কান্দিতে না পাই বঁধু কান্দিতে না পাই, নিশ্চয় মরিব তোমার চান্দমুখ চাই’—পদটির রচয়িতা কে?
ক) চণ্ডীদাস
খ) জ্ঞানদাস
গ) বিদ্যাপতি
ঘ) গোবিন্দদাস  

১৮. অ্যান্টনি ফিরিঙ্গির প্রকৃত নাম কী?
ক) অ্যান্টনি হিটম্যান
খ) অ্যান্টনি ফেয়ারম্যান
গ) অ্যান্টনি হেন্সম্যান
ঘ) অ্যান্টনি বাজিত

১৯. ‘টেকচাঁদ ঠাকুর’ কার ছদ্মনাম?    
ক) কালীপ্রসন্ন সিংহ
খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ) ভূদেব মুখোপাধ্যায়
ঘ) প্যারীচাঁদ মিত্র

২০. ‘দ্য কনস্টিটিউশন অব ম্যান’ গ্রন্থ অবলম্বনে কে গ্রন্থ রচনা করেন?    
ক) রামমোহন রায়
খ) অক্ষয়কুমার দত্ত
গ) সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

মডেল টেস্ট ২৮-এর উত্তর

১. গ। ২. খ। ৩. ঘ। ৪. ক। ৫. ঘ। ৬. খ। ৭. গ। ৮. ক। ৯. খ। ১০. ঘ।

১১. খ। ১২. গ। ১৩. ক। ১৪. ঘ। ১৫. খ। ১৬. ক। ১৭. খ। ১৮. গ। ১৯. ঘ। ২০.খ।