মডেল: ইয়াসফি ও নুসরাত
মডেল: ইয়াসফি ও নুসরাত

৪৬তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২৩

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ ২৩তম পর্বে আন্তর্জাতিক বিষয়াবলি বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. ১৯তম ন্যাম (NAM) সম্মেলন-২০২৪ কোন দেশে অনুষ্ঠিত হয়?
ক. কায়রো, মিসর
খ. কাম্পালা, উগান্ডা
গ. বাকু, আজারবাইজান
ঘ. জেদ্দা, সৌদি আরব

২. জাতিসংঘের সনদের অনুচ্ছেদ কয়টি?
ক. ১৫৩টি
খ. ১১১টি
গ. ১৫৪টি
ঘ. ১০৯টি

৩. ব্রিকস (BRICS) জোটের বর্তমান সদস্যদেশ কতটি?
ক. ৮টি
খ. ৯টি
গ. ১০টি
ঘ. ১১টি

৪. দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড ২০২৩-এ বর্ষসেরা খেলোয়াড় (পুরুষ) নির্বাচিত হন কে?
ক. লিওনেল মেসি
খ. করিম বেনজেমা
গ. লুকা মদরিচ
ঘ. ভিক্টর ওশিমেন

৫. জাতিসংঘ কোন সালকে ‘International Year Of Camelids’ ঘোষণা করেছে?
ক. ২০২২
খ. ২০২৩
গ. ২০২৪
ঘ. ২০২৫

৬. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
খ. টোকিও, জাপান
গ. দোহা, কাতার
ঘ. জেনেভা, সুইজারল্যান্ড

৭. বার্লিন দেয়াল ভেঙে ফেলা হয় কত সালে?
ক. ১৯৭৯
খ. ১৯৮৯
গ. ১৯৮২
ঘ. ১৯৮৭

৮. জাতিসংঘের Mother of Organ বলা হয় কোনটিকে?
ক. নিরাপত্তা পরিষদ
খ. সাধারণ পরিষদ
গ. সচিবালয়
ঘ. অছি পরিষদ

৯. গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মামলা করে কোন দেশ?
ক. গাম্বিয়া
খ. দক্ষিণ আফ্রিকা
গ. তুরস্ক
ঘ. ইরান

১০. জাতিসংঘের গণহত্যা কনভেনশন স্বাক্ষরিত হয় কবে?
ক. ১ ডিসেম্বর ১৯৪৮
খ. ৯ সেপ্টেম্বর ১৯৪৮
গ. ১৮ ডিসেম্বর ১৯৪৮
ঘ. ৯ ডিসেম্বর ১৯৪৮

১১. কত সালে Quadrilateral Security Dialogue (QUAD) জোট গঠন করা হয়?
ক. ২০০৬
খ. ২০০৭
গ. ২০০৮
ঘ. ২০১০

১২. জাতিসংঘ ঘোষিত ‘শান্তি দিবস’ পালিত হয়—
ক. ১ জানুয়ারি
খ. ২৪ অক্টোবর
গ. ১০ নভেম্বর
ঘ. ২১ সেপ্টেম্বর

১৩. ইন্টারপোলের সর্বশেষ (১৯৬তম) সদস্যদেশ কোনটি?
ক. স্পেন
খ. পালাউ
গ. মরিশাস
ঘ. ইয়েমেন

১৪. জাতিসংঘের মূলমন্ত্র (Motto) কোনটি?
ক. বিশ্ব শান্তি চাই
খ. এক পৃথিবী সুখ
গ. এ পৃথিবী আপনার
ঘ. আপনার জন্য এ পৃথিবী

১৫. EU-এর কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্যমতে, পৃথিবীর প্রাক্‌-শিল্পায়ন যুগের তুলনায় সবচেয়ে উষ্ণতম বছর কোনটি?
ক. ২০২১
খ. ২০২২
গ. ২০২৩
ঘ. ২০২৪

১৬. টেকসই উন্নয়ন অভীষ্টের (লক্ষ্যমাত্রার) অন্তর্গত নয় কোনটি?
ক. জেন্ডার সমতা
খ. গণতন্ত্রায়ন
গ. মানসম্পন্ন শিক্ষা
ঘ. জিরো হাঙ্গার

১৭. জলবায়ু পরিবর্তন রোধে গঠিত ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ (GCF)–এর সদর দপ্তর কোথায়?
ক. ইনচিয়ন
খ. ক্যানবেরা
গ. গ্যামিল্টন
ঘ. ওয়েলিংটন

১৮. ওয়েস্ট মিনস্টার কী জন্য বিখ্যাত?
ক. ব্রিটেনের ব্যবসাকেন্দ্র
খ. ব্রিটেনের পার্লামেন্ট ভবন
গ. নাসা ভবন
ঘ. আমেরিকার হোয়াইট হাউস

১৯. ‘শারম আল শেখ’ কী?
ক. মিসরের অবকাশকেন্দ্র
খ. আরব আমিরাতের সমুদ্রবন্দর
গ. ব্রিটেনের পর্যটনকেন্দ্র
ঘ. বিখ্যাত ভূ-উপগ্রহ কেন্দ্র

২০. কার্টাগেনা প্রটোকল হচ্ছে—
ক. জাতিসংঘের যুদ্ধ মোকাবিলাসংক্রান্ত চুক্তি
খ. জাতিসংঘের অধিকারবিষয়ক চুক্তি
গ. জাতিসংঘের নারী অধিকারবিষয়ক প্রটোকল
ঘ. জাতিসংঘের জৈব নিরাপত্তাবিষয়ক চুক্তি

মডেল টেস্ট ২৩-এর উত্তর

১. খ। ২. খ। ৩. গ। ৪. ক। ৫. গ। ৬. খ। ৭. ক। ৮. খ। ৯. খ। ১০. ঘ।
১১. খ। ১২. ঘ। ১৩. খ। ১৪. গ। ১৫. গ। ১৬. খ। ১৭. ক। ১৮. খ। ১৯. ক। ২০. ঘ।