চাকরির পরীক্ষার জন্য ইংরেজির শব্দভান্ডার বাড়ানোর কৌশল

মডেল: রবিউল হাসান ও নাহিদা আহমেদ
ছবি: সাবিনা ইয়াসমিন

প্রায় সব চাকরির পরীক্ষাতেই ইংরেজি বিষয়ে বিভিন্ন প্রশ্ন আসে। আবার অনেক চাকরির পরীক্ষায়, যেমন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে ইংরেজি প্রশ্নে পরীক্ষা দিতে হয়। তাই পছন্দের চাকরি পেতে ইংরেজির শব্দভান্ডার বেশি থাকা জরুরি। কারণ, ইংরেজি শব্দ বেশি জানা না থাকলে অনেক সময় প্রশ্নই বুঝতে পারবেন না। ইংরেজির শব্দভান্ডার বাড়ানোর কিছু কৌশল তুলে ধরা হলো।

ইংরেজির শব্দভান্ডার বাড়ানোর কৌশল

  • নিয়মিত ইংরেজি বই, ইংরেজি পত্রিকা পড়ুন এবং ইরেজিতে বিভিন্ন বক্তব্য বা খবর শুনুন।

  • বাসা ও অফিসে প্রতিদিনের একটি শব্দতালিকা রাখুন।

  • বাড়িতে একটি হোয়াইট বোর্ড রাখুন। প্রতিদিন সকালে মার্কার নিয়ে দুই থেকে পাঁচটি শব্দ লিখুন এবং মাঝেমধ্যে চোখ বুলিয়ে নিন।

  • ফ্ল্যাশকার্ড বা স্টিকি নোট ব্যবহার করুন।

  • ইংরেজি বক্তব্য রেকর্ড করে শুনতে পারেন। এটা খুব কার্যকর।

  • শব্দ নিয়ে খেলা করুন ও অনুশীলন করুন।

  • কোনো শব্দ গুগলে সার্চ দিয়ে শব্দটি ছবি আকারে দেখুন।

  • নির্দিষ্ট একটি ভোকাবুলারির বই ব্যবহার করুন।

  • পত্রিকা, ইংরেজি গল্প, গান এবং ছবি দেখার মাধ্যমে নতুন শব্দ শিখুন।

  • যে শব্দগুলো শিখলেন, তা প্রয়োগ করুন। যেমন বাক্য তৈরি, বন্ধুদের সঙ্গে কথাবার্তায়, চ্যাটিং করার সময় ইত্যাদি।

  • একটা শব্দের মূল কী, তা জানুন এবং এর অন্যান্য পার্টস অব স্পিচগুলোও জেনে নিন।

  • এলোমেলোভাবে না পড়ে গুছিয়ে পড়ুন এবং একই ধরনের শব্দগুলো একসঙ্গে পড়ুন।

  • কঠিন শব্দগুলোর একটা তালিকা তৈরি করুন।

  • শব্দগুলো নিয়ে ভাবুন।

  • প্রতিদিন কমপক্ষে একটি শব্দ শিখুন।

  • হার্ডকপি বা ভার্চ্যুয়াল ডিকশনারি ব্যবহার করুন। কোনো শব্দ খুঁজে বের করার পর শব্দের স্ক্রিনশট নিয়ে রাখুন এবং কিছুদিন পরপর সময় করে স্ক্রিনশটগুলো দেখুন। অথবা ডিকশনারির হিস্ট্রি চেক করে গত কয়েক দিনে যে শব্দগুলো বের করেছেন, তা আবার রিভিশন দিন।

তবে সব শব্দ মুখস্থ করতে যাবেন না। প্রয়োজনীয় শব্দগুলো আগে পড়ুন। এক মাস বা দুই মাসে ভোকাবুলারি পড়া নয়, দীর্ঘমেয়াদি পড়ার পরিকল্পনা করুন।