প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৩৮

প্রতীকী ছবি: প্রথম আলো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের প্রথম পর্বের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) নিয়োগ পরীক্ষা ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ৩৮তম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন ঢাকার কোতোয়ালি থানার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিত সুর

১. জেকোবিন কী?
ক) আমেরিকার বর্ণবাদী সন্ত্রাসী সংগঠন
খ) ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব
গ) বিখ্যাত বেহালাবাদক
ঘ) ইউরোপিয়ান নাইট

২. ‘স্ট্যাচু অব পিচ’ কোথায় অবস্থিত?
ক) নাগাসাকি, জাপান
খ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
গ) সিওল, দক্ষিণ কোরিয়া
ঘ) হিরোশিমা, জাপান

৩. ‘সেন্ট হেলেনা’ দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?
ক) ভারত মহাসাগর
খ) প্রশান্ত মহাসাগর
গ) আটলান্টিক মহাসাগর
ঘ) উত্তর মহাসাগর

৪. ‘এক জাতি, এক রাষ্ট্র, এক নেতা’—এটি কার নীতি ছিল?
ক) স্তালিন
খ) লেনিন
গ) হিটলার
ঘ) মুসোলিনি

৫. কোন শহরকে মুসলমান, খ্রিষ্টান, ইহুদি—সবাই পবিত্র স্থান মনে করেন?
ক) মক্কা
খ) জেদ্দা
গ) ফিলিস্তিন
ঘ) জেরুজালেম

৬. বিশ্ব বাঘ দিবস কবে?
ক) ১৯ জুলাই
খ) ২৯ জুলাই
গ) ১ আগস্ট
ঘ) ২৯ আগস্ট

৭. ১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা কত ছিল?
ক) ১৫টি
খ) ৬টি
গ) ১০টি
ঘ) ১১টি

৮. প্রশান্ত মোহনাকে বলা হয়—
ক) মোহনা
খ) উৎস
গ) খাড়ি
ঘ) নদীসংগম

৯. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
খ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
গ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

১০. বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়?
ক) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে
খ) পশ্চিমাঞ্চলে
গ) উত্তর-পশ্চিমাঞ্চলে
ঘ) উত্তর-পূর্বাঞ্চলে

১১. রামসাগর দিঘি কোন জেলায় অবস্থিত?
ক) সিলেট
খ) চট্টগ্রাম
গ) নীলফামারী
ঘ) দিনাজপুর

১২. ‘আকবর নামা’ গ্রন্থের লেখক কে?
ক) আবুল ফজল
খ) মিনহাজ সিরাজ
গ) জিয়াউদ্দীন বারানী
ঘ) ইবনে খালদুন

১৩. বাগেরহাটের প্রাচীন নাম কী?
ক) জান্নাতবাদ
খ) খলিফাতাবাদ
গ) গৌড়
ঘ) লক্ষ্ণৌতি

১৪. ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ কোন শিল্পী অংশগ্রহণ করেননি?
ক) বিলি প্রেসটন
খ) লিওন রাসেল
গ) এরিক ক্ল্যাপটন
ঘ) জন লেনন

১৫. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে কারাগারে রাজবন্দী অবস্থায় ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থের পাণ্ডুলিপি রচনা করেন?
ক) ১৯৫২
খ) ১৯৫৩
গ) ১৯৫৪
ঘ) ১৯৫৫

১৬. ‘শেখ হাসিনা সরণি’ কত লেনবিশিষ্ট?
ক) ৮
খ) ১০
গ) ১২
ঘ) ১৪

১৭. ২০২৩ সালের শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষার্থীদের পারদর্শিতা মূল্যায়নের জন্য ব্যবহৃত অ্যাপের নাম কী?
ক) নৈপুণ্য
খ) সাফল্য
গ) পারদর্শী
ঘ) বিচক্ষণ

১৮. আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইমড আউট হওয়ার ক্রিকেটার কে?
ক) বিরাট কোহলি
খ) বাবর আজম
গ) ট্রাভিস হেড
ঘ) অ্যাঞ্জেলো ম্যাথিউস

১৯. দেশের সর্ববৃহৎ সার কারখানার নাম কী?
ক) ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা
খ) শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড
গ) টিএসপি কমপ্লেক্স লিমিটেড
ঘ) যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড

২০. জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করা হয় কোন তারিখে?
ক) ৭ এপ্রিল ২০২৩
খ) ১৭ এপ্রিল ২০২৩
গ) ১০ এপ্রিল ২০২৩
ঘ) ৭ মার্চ ২০২৩

মডেল টেস্ট ৩৮-এর উত্তর

১. খ। ২. গ। ৩. গ। ৪. গ। ৫. ঘ। ৬. খ। ৭. ঘ। ৮. গ। ৯. ঘ। ১০. ঘ।  
১১. ঘ। ১২. ক। ১৩. খ। ১৪. ঘ। ১৫. গ। ১৬. ঘ। ১৭. ক। ১৮. ঘ। ১৯. ক। ২০. ক।