১৮তম শিক্ষক নিবন্ধন: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৭

মডেল: নুসরাত, হাদী ও ইয়াসফি
ছবি: খালেদ সরকার

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারী প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের সপ্তম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক ২০২৩-এ ভূষিত হয়েছেন কে?
ক. বেগম রোকেয়া
খ. সেঁজুতি সাহা
গ. সেলিনা হোসেন
ঘ. আয়েশা ফয়েজ

২. এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ২০২৩ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
ক. সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
খ. জেনেভা, সুইজারল্যান্ড
গ. টোকিও, জাপান
ঘ. ভিয়েনা, অস্ট্রিয়া

৩. ‘পাথ ফাইন্ডার’ কোন গ্রহে অবতরণ করে?
ক. শনি গ্রহ
খ. শুক্র গ্রহ
গ. বৃহস্পতি গ্রহ
ঘ. মঙ্গল গ্রহ

৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা’ সম্পর্কে বলা হয়েছে?
ক. ১৫ (ক)
খ. ১৪ (গ)
গ. ১৩ (ক)
ঘ. ১৭ (খ)

৫. আগরতলা মামলায় বঙ্গবন্ধুর পক্ষে প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছিলেন কে?
ক. টমাস উইলিয়ামস
খ. উইলিয়াম কেরি
গ. উইলিয়াম হান্টার
ঘ. উইলিয়াম জোন্স

৬. ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বাংলাদেশের মোট জনসংখ্যা কত?
ক. ১৬,৯৬,৫৮,৬১২
খ. ১৬,৯৮,২৮,৯১১
গ. ১৬,৭৪,৫৯,৬১৩
ঘ. ১৬,৯৭,৫৪,৯১৯

৭. ‘ভেড়ামারা তাপবিদ্যুৎকেন্দ্র’ কোথায় অবস্থিত?
ক. পাবনা
খ. কুষ্টিয়া
গ. কুড়িগ্রাম
ঘ. রাজশাহী

৮. ১৩তম বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক. ভারত
খ. দক্ষিণ আফ্রিকা
গ. নিউজিল্যান্ড
ঘ. অস্ট্রেলিয়া

৯. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ তৎকালীন কোন বাহিনীর ওয়্যারলেসের সহযোগিতা নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষণা করেছিলেন?
ক. পূর্ব পাকিস্তান সেনাবাহিনী
খ. পূর্ব পাকিস্তান নৌবাহিনী
গ. পূর্ব পাকিস্তান বিমানবাহিনী
ঘ. ইস্ট পাকিস্তান রাইফেলস

১০. বিশ্বের প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) স্বীকৃতি পায় কোন দেশ?
ক. আফগানিস্তান
খ. ফ্রান্স
গ. বাংলাদেশ
ঘ. চীন

১১. বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন ২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে?
ক. বেইজিং, চীন
খ. প্যারিস, ফ্রান্স
গ. আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
ঘ. জেনেভা, সুইজারল্যান্ড

১২. ভ্যাকসিন বা টিকা কে আবিষ্কার করেন?
ক. এডওয়ার্ড জেনার
খ. ওয়াটসন এন্ড ক্রিক
গ. আলেকজান্ডার ফ্লেমিং
ঘ. লুই পাস্তুর

১৩. ২০৩৪ সালে ২৫তম বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কোনটি?
ক. ওমান
খ. সৌদি আরব
গ. কাতার
ঘ. সংযুক্ত আরব আমিরাত

১৪. ভারতবর্ষে ‘ঘোড়ার ডাক’–এর প্রচলন করেন কে?
ক. আকবর
খ. শেরশাহ
গ. মুহম্মদ বিন তোঘলক
ঘ. আওরঙ্গজেব

১৫. মুক্তিযুদ্ধে একমাত্র নারী কমান্ডারের নাম কী?
ক. আশালতা বৈদ্য
খ. সিতারা বেগম
গ. মিনু রায়
ঘ. তারামন বিবি

১৬. বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
ক. স্পেস এক্স
খ. থ্যালাস অ্যালেনিয়া
গ. রকেট ল্যাব
ঘ. ব্লু অরিজিন

১৭. কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় ব্যবহৃত হয়?
ক. বায়োমেট্রিকস
খ. রোবটিকস
গ. বায়োইনফরমেটিকস
ঘ. ন্যানোটেকনোলজি

১৮. ‘শেখ রাসেল দিবস’ পালিত হয় কবে?
ক. ১৮ অক্টোবর
খ. ১৯ নভেম্বর
গ. ২২ ডিসেম্বর
ঘ. ২৭ সেপ্টেম্বর

১৯. ‘সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে’ গানটির গীতিকার কে?
ক. লালন ফকির
খ. হাসন রাজা
গ. শাহ আবদুল করিম
ঘ. রাধারমণ দত্ত

২০. ইউরোপীয় কমিশন আয়োজিত গ্লোবাল গেটওয়ে ফোরামের প্রথম বৈঠক (২৫-২৬ অক্টোবর ২০২৩) কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ভিয়েনা, অস্ট্রিয়া
খ. ব্রাসেলস, বেলজিয়াম
গ. রোম, ইতালি
ঘ. জেনেভা, সুইজারল্যান্ড

মডেল টেস্ট ৭-এর উত্তর

১. খ। ২. ক। ৩. ঘ। ৪. ক। ৫. ক। ৬. খ। ৭. খ। ৮. ঘ। ৯. ঘ। ১০. গ।
১১. গ। ১২. ক। ১৩. খ। ১৪. খ। ১৫. ক। ১৬. খ। ১৭. খ। ১৮. ক। ১৯. ক। ২০. খ।