সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ইতিমধ্যে প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ৪০তম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন ঢাকার কোতোয়ালি থানার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।
১. ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কতটি দেশে অনুষ্ঠিত হবে?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
২. প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবাধিকার প্রতিষ্ঠায় ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করে—
ক) বোস্টন বিশ্ববিদ্যালয়
খ) দিল্লি বিশ্ববিদ্যালয়
গ) টোকিও বিশ্ববিদ্যালয়
ঘ) অস্ট্রেলিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয়
৩. পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) বাংলাদেশ
গ) ভিয়েতনাম
ঘ) শ্রীলঙ্কা
৪. ‘লস অ্যান্ড ড্যামেজ’ নামের আন্তর্জাতিক তহবিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
ক) আন্তদেশীয় বাণিজ্য
খ) আন্তর্জাতিক ঋণ
গ) ইউক্রেন যুদ্ধে ন্যাটোর ব্যয়
ঘ) জলবায়ু পরিবর্তন
৫. চ্যাটজিপিটি একটি—
ক) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
খ) কৃত্রিম বুদ্ধিমত্তা
গ) ম্যালওয়ার
ঘ) সোশ্যাল মিডিয়া
৬. ‘চর দখল’ কার বিখ্যাত শিল্পকর্ম?
ক) জয়নুল আবেদিন
খ) কামরুল হাসান
গ) এস এম সুলতান
ঘ) রফিকুন নবী
৭. প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর আসন ছিল কোনটি?
ক) ঢাকা-৮
খ) ঢাকা-৯
গ) ঢাকা-১১
ঘ) ঢাকা-১২
৮. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন?
ক) ৫৮(১)
খ) ৬২(১)
গ) ৬৪(১)
ঘ) ৪৮(১)
৯. স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি?
ক) নরওয়ে
খ) ইতালি
গ) ফিনল্যান্ড
ঘ) ডেনমার্ক
১০. ১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর কোথায় অবস্থিত?
ক) রাজশাহী
খ) খুলনা
গ) চট্টগ্রাম
ঘ) ঢাকা
১১. চাঁপাইনবাবগঞ্জের নাচোল কৃষক বিদ্রোহ হয় কোন সালে?
ক) ১৯৪৭ সালে
খ) ১৯৪৯ সালে
গ) ১৯৫০ সালে
ঘ) ১৯৫৩ সালে
১২. প্রাথমিক স্তরে পরিমার্জিত শিক্ষাক্রমে কতটি যোগ্যতার কথা উল্লেখ আছে?
ক) ১০টি
খ) ২৮টি
গ) ২০টি
ঘ) ৮টি
১৩.‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?
ক) তারেক মাসুদ
খ) মোস্তফা সরয়ার ফারুকী
গ) মৃণাল সেন
ঘ) হুমায়ূন আহমেদ
১৪. কোনটি বিচার বিভাগের কাজ নয়?
ক) আইনের প্রয়োগ
খ) আইনের ব্যাখ্যা
গ) সংবিধানের ব্যাখ্যা
ঘ) সংবিধান প্রণয়ন
১৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন?
ক) স্যার এ এফ রহমান
খ) হরপ্রসাদ শাস্ত্রী
গ) মফিজুল্লাহ কবির
ঘ) সৈয়দ মোয়াজ্জেম হোসেন
১৬. স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি?
ক) ৮টি
খ) ৭টি
গ) ৫টি
ঘ) ৪টি
১৭. ‘অলিভ পর্বত’ কোথায় অবস্থিত?
ক) জেরুজালেম
খ) গাজা
গ) তেহরান
ঘ) কাম্পালা
১৮. ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত?
ক) লন্ডন
খ) প্যারিস
গ) ব্রাসেলস
ঘ) ফ্রাঙ্কফুর্ট
১৯.‘People and Democracy’ গ্রন্থের রচয়িতা কে?
ক) বারাক ওবামা
খ) শেখ হাসিনা
গ) আঙ্গেলা ম্যার্কেল
ঘ) সোনিয়া গান্ধী
২০. সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে?
ক) এশিয়া ও অস্ট্রেলিয়া
খ) আমেরিকা ও আফ্রিকা
গ) ইউরোপ ও আমেরিকা
ঘ) এশিয়া ও আফ্রিকা
মডেল টেস্ট ৪০-এর উত্তর
১(গ), ২(ঘ), ৩(ক), ৪(ঘ), ৫(খ), ৬(গ), ৭(ঘ), ৮(গ), ৯(খ), ১০(খ), ১১(গ), ১২(ক), ১৩(ক), ১৪(ঘ), ১৫(ক), ১৬(ঘ), ১৭(ক), ১৮(ঘ), ১৯(খ), ২০(ঘ)।