মডেল: ইয়াসফি ও নুসরাত
মডেল: ইয়াসফি ও নুসরাত

৪৬তম বিসিএস প্রিলিমিনারিতে ভূগোল ও নৈতিকতা বিষয়ের প্রস্তুতিতে করণীয়

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য পরামর্শ দিয়েছেন ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। আজ শেষ পর্বে ভূগোল, নৈতিকতা ও সুশাসন বিষয়ের প্রস্তুতির পরামর্শ প্রকাশ করা হলো।

বিসিএস প্রিলিমিনারিতে মোট ২০০ নম্বরের মধ্যে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে ১০ নম্বর এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন থেকে ১০ নম্বরের প্রশ্ন থাকে।

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
প্রথমেই পিএসসির সিলেবাস সম্পর্কে জানতে হবে। এরপর ৩৫ থেকে ৪৫তম বিসিএস প্রিলিমিনারির আগের সব প্রশ্ন ব্যাখ্যাসহ পড়তে হবে। ভূগোলে ভালো করতে হলে বাংলাদেশ ও আন্তর্জাতিক মানচিত্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। মানচিত্র থেকে বিভিন্ন দেশ ও মহাদেশের ভৌগোলিক অবস্থান, সীমানা, পাহাড়-পর্বত, নদ-নদী, প্রণালি, দ্বীপ, উপত্যকা, নদীতীরবর্তী শহর এবং সাগর-মহাসাগর সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে।

বাংলাদেশের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, কর্কটক্রান্তি রেখা, আয়তন, সীমানা, ভারত ও মিয়ানমারের সঙ্গে সীমান্ত দৈর্ঘ্য, সমুদ্র বিজয়, ছিটমহল, বঙ্গোপসাগর, সৌরজগৎ, জোয়ার-ভাটা, পৃথিবীর গতি, গোলার্ধ, ভূপরিবর্তন, পৃথিবীর বাহ্যিক ভূমিরূপ, গিরিখাত, জলাভূমি,পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের গুরুত্বপূর্ণ তথ্য এবং বিশ্বের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম ও দীর্ঘতম বিষয়গুলো গুরুত্বসহকারে পড়তে হবে। এই তথ্যগুলো নবম-দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ বই থেকে পড়া যেতে পারে।

বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি ও সম্পদ থেকে বেশ কিছু প্রশ্ন থাকে। বাংলাদেশের ভূপ্রকৃতি, নদী, দ্বীপ, চর, হাওর, বিল ও ঝরনা সম্পর্কে জানতে হবে। কৃষি, বনজ, শিল্প, খনিজ ও শক্তি সম্পদ থেকেও কিছু প্রশ্ন থাকতে পারে।

বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, শিলা, পর্বতের শ্রেণিবিভাগ, জলপ্রপাত, আগ্নেয়গিরি, জলবায়ুর উপাদান ও নিয়ামক, বদ্বীপ এবং আবহাওয়া ও জলবায়ু সম্পর্কেও জেনে রাখতে হবে।

প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা থেকে আগের বিসিএসগুলোতে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জানতে হবে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, কালবৈশাখী, বন্যা, খরা, ভূমিকম্প, সুনামি, বজ্রপাত, নদীভাঙন, মরুকরণ এবং বৈশ্বিক উষ্ণতা সম্পর্কে বিস্তারিত পড়া আবশ্যক।
দুর্যোগ ব্যবস্থাপনার উপাদান, বিভিন্ন স্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও জানতে হবে।

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

প্রস্তুতির জন্য আগে পিএসসির সিলেবাস দেখে নিতে হবে। এরপর ৩৫ থেকে ৪৫তম বিসিএস প্রিলিমিনারির আগের সব প্রশ্ন ব্যাখ্যাসহ ভালোভাবে পড়তে হবে। এ বিষয়ে নম্বর ওঠাতে অনেকে দ্বিধাগ্রস্ত থাকেন। তবে বাস্তবতা হচ্ছে, অন্য যেকোনো বিষয়ের তুলনায় অল্প প্রস্তুতিতে এই অংশে খুব ভালো নম্বর তোলা যায়। সে জন্য প্রয়োজন উপস্থিত বুদ্ধিমত্তা, বিচক্ষণতা এবং যথাযথ অনুশীলন।

সিলেবাসের বিষয়গুলোর মধ্যে মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সংজ্ঞা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। তাই মূল্যবোধ, সুশাসন ও নৈতিকতা–সংক্রান্ত প্রসিদ্ধ প্রামাণ্য সংজ্ঞাগুলো শিখে নিতে হবে। সুশাসন সম্পর্কে বিশ্বব্যাংক, ইউএনডিপি, ম্যাককরনি এবং কফি আনানের মন্তব্য খুব গুরুত্বপূর্ণ। মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সাধারণ ধারণা থেকেও প্রতিবার প্রশ্ন এসেছে। মূল্যবোধ সম্পর্কে বিভিন্ন মনীষীর মন্তব্য, মূল্যবোধের বৈশিষ্ট্য এবং শ্রেণিবিভাগ জানতে হবে। সুশাসনের ধারণাকাল, স্তম্ভ, বৈশিষ্ট্য, সুশাসন প্রতিষ্ঠায় সরকার ও নাগরিকের কর্তব্য এবং সুশাসন প্রতিষ্ঠার সমস্যা সম্পর্কে জানতে হবে।

সুশাসন ও মূল্যবোধের উপাদান সম্পর্কে পড়তে হবে। সুশাসনের উপাদান সম্পর্কে জাতিসংঘ, ইউএনডিপি,বিশ্বব্যাংক,আইডিএ ও ইউএনএইচসিআরের মন্তব্য প্রণিধানযোগ্য। মূল্যবোধের ভিত্তি, নীতি ও ঔচিত্যবোধ এবং গোল্ডেন মিন (সুবর্ণ মধ্যক) সম্পর্কেও জেনে রাখা ভালো।

মূল্যবোধ শিক্ষার গুরুত্ব এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের ভূমিকা সম্পর্কে পড়তে হবে। মূল্যবোধ ও সুশাসনের প্রভাব এবং মূল্যবোধ ও সুশাসনের সম্পর্কও জেনে রাখা উচিত। মূল্যবোধ ও সুশাসনের উপযোগিতা এবং অভাবজনিত প্রভাব সম্পর্কেও পরিষ্কার ধারণা রাখতে হবে।

সংবিধানে সুশাসন ও নৈতিকতাসংক্রান্ত অনুচ্ছেদ এবং সুশাসনসংশ্লিষ্ট প্রসিদ্ধ গ্রন্থ সম্পর্কে জানতে হবে। প্লেটো, অ্যারিস্টটল, রুশো, বার্ট্রান্ড রাসেল, কার্ল মার্ক্স, থমাস হবস, ম্যাকিয়াভেলি, জেরেমি বেন্থাম, জন স্টুয়ার্ট মিল ও ইমানুয়েল কান্টের সংশ্লিষ্ট বইগুলো সম্পর্কে জেনে রাখা উচিত।

এ ছাড়া আইন, প্রথা, রাষ্ট্র, সংস্কৃতি, গণতন্ত্র, ই-গভর্ন্যান্স, ধর্ম, নীতিবিদ্যা, উপযোগবাদ, শূন্যবাদ, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ, নৈতিক আচরণবিধি, শুদ্ধাচার এবং মানবাধিকার সম্পর্কে জানা উচিত। বাংলাদেশে সুশাসনের অগ্রগতি সম্পর্কেও জানতে হবে। এ বিষয়ের জন্য উচ্চমাধ্যমিকের পৌরনীতি ও সুশাসন বইটি খুবই সহায়ক হতে পারে।