৪৬তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন। প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ ১৩তম পর্বে বাংলা ভাষা বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১. কোন বাক্যটি অশুদ্ধ?
ক. পূর্ব দিকে সূর্য উদিত হয়।
খ. আপনি সপরিবার ও সবান্ধব আমন্ত্রিত।
গ. জ্যৈষ্ঠ মাসে তার জ্যেষ্ঠ ছেলের বিয়ে হয়।
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর ভয়ংকর কবি ছিল।
২. কোনটি শুদ্ধ বানান?
ক. মুর্ধন্য
খ. মূর্ধন্য
গ. মুর্ধণ্য
ঘ. কোনোটিই নয়
৩. যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, তাকে কোন ধরনের বিশেষ্য বলে?
ক. ভাববাচক
খ. সমষ্টিবাচক
গ. গুণবাচক
ঘ. বস্তুবাচক
৪. ‘ব্যাঙের আধুলি’ বাগ্ধারাটির অর্থ কী?
ক. অসম্ভব ঘটনা
খ. সামান্য সম্পদ
গ. কৃপণের কড়ি
ঘ. দুঃসাধ্য বস্তু
৫. ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে—
ক. বনের পশু বনে থাকতেই ভালোবাসে
খ. আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
গ. জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
ঘ. প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম
৬. ‘মাধ্যমিক’–এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. মাধ্য + ষ্ণিক
খ. মাধ্য + মিক
গ. মাধ্যমিক + অ
ঘ. মধ্যম + ষ্ণিক
৭. ‘শত্রুকে দমন করে যে’ এককথায় প্রকাশ করুন।
ক. শত্রুঘ্ন
খ. অরিন্দম
গ. শত্রুহন্তা
ঘ. কৃতঘ্ন
৮. কোনটি সংস্কৃত উপসর্গ?
ক. অঘা
খ. অনা
গ. আব
ঘ. পরা
৯. Blue Print-এর পারিভাষিক শব্দ কোনটি?
ক. চলচ্চিত্র
খ. জীবনবৃত্তান্ত
গ. প্রতিচিত্র
ঘ. পটভূমি
১০. পাশাপাশি দুটি স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে, তাকে কী বলে?
ক. মৌলিক স্বরধ্বনি
খ. সমধ্বনি
গ. মূলধ্বনি
ঘ. যৌগিক স্বরধ্বনি
১১. কোনটি সঠিক নয়?
ক. তাসের ঘর—ক্ষণস্থায়ী বস্তু
খ. নবমীর দশা—মূর্ছা
গ. মানিকজোড়—কপটচারী
ঘ. ভুঁইফোড়—অর্বাচীন, নতুন
১২. ‘অধর্ম’ শব্দের সমস্যমান পদ কোনটি?
ক. ধর্ম নেই যার
খ. নয় ধর্ম
গ. ধর্মহীন যে
ঘ. ধর্মের অভাব
১৩. ‘পুরস্কার-বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার!’–বাক্যটি নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে—
ক. প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
খ. প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
গ. দুটিই অশুদ্ধ
ঘ. দুটিই শুদ্ধ
১৪. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে ‘আ’কে কী ধ্বনি বলে?
ক. হ্রস্বধ্বনি
খ. বিবৃত স্বরধ্বনি
গ. সম্মুখ স্বরধ্বনি
ঘ. পশ্চাৎ স্বরধ্বনি
১৫. ‘প্যারোল’ অর্থ কী?
ক. মামলা বাতিল ও মুক্তি
খ. আদালতের আদেশে মুক্তি
গ. জামিনে মুক্তি
ঘ. নির্বাহী আদেশে মুক্তি
১৬. শুদ্ধ বানানের শব্দ গুচ্ছ কোনটি?
ক. স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক
খ. ভবিষৎ, ভৌগোলিক, যক্ষ্মা
গ. যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
ঘ. ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
১৭. অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার কোনটি?
ক. ট্যা ট্যা
খ. কুট কুট
গ. হি হি
ঘ. সব কটি
১৮. ষ-ত্ব বিধানের নিয়মে কোনটি শুদ্ধ নয়?
ক. নষ্ট
খ. পুরস্কার
গ. কৃষক
ঘ. মাস্টার
১৯. ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ এক হলে, তাকে কোন জাতীয় শব্দ বলে?
ক. মৌলিক শব্দ
খ. যৌগিক শব্দ
গ. রূঢ় শব্দ
ঘ. যোগরূঢ় শব্দ
২০. ‘অমৃত’–এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. তিক্ত
খ. বিষাক্ত
গ. বিরল
ঘ. গরল
১. ঘ। ২. খ। ৩. ক। ৪. খ। ৫. গ। ৬. ঘ। ৭. খ। ৮. ঘ। ৯. গ। ১০. ঘ।
১১. গ। ১২. খ। ১৩. গ। ১৪. খ। ১৫. ঘ। ১৬. ক। ১৭. ঘ। ১৮. ঘ। ১৯. খ । ২০. ঘ।