প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন সময় প্রস্তুতির। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ১৬তম পর্বে বাংলা বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন মো. আফজাল হোসেন

প্রতীকী ছবি: প্রথম আলো

১. কোন বানানটি শুদ্ধ?
ক. অনুনাসিক
খ. অণুনাসিক
গ. অনুনাষিক
ঘ. অণুনাষিক

২. ‘পুষ্প’-এর সমার্থক শব্দ নয় কোনটি?
ক. কুসুম
খ. প্রসূন
গ. মঞ্জরি
ঘ. পল্লবী

৩. ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?
ক. অপদার্থ
খ. অর্থের কুপ্রভাব
গ. ভীষণ শত্রুতা
ঘ. দুর্লভ বস্তু

৪. ‘চন্দ্রমুখ’ কোন সমাসের উদাহরণ?
ক. উপমান
খ. উপমেয়
গ. উপমিত
ঘ. প্রাদি

৫. ‘উপচয়’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. সঞ্চয়
খ. অনাচার
গ. অপচয়
ঘ. উপাচার

৬. ছাত্রটির মাথা ভালো। বাক্যটিতে ‘মাথা’ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. বংশ
খ. ব্যবহার
গ. স্বাস্থ্য
ঘ. মেধা

৭. কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়। এর উদাহরণ কোনটি?
ক. মুদ্রণ
খ. মিশ্রণ
গ. নগণ্য
ঘ. মসৃণ

৮. তদ্ভব শব্দের উদাহরণ নয় কোনটি?
ক. চাঁদ
খ. হাত
গ. বংশী
ঘ. কামার

৯. ‘সর্বনাশ’ বোঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
ক. ভরাডুবি
খ. বালির বাঁধ
গ. পুকুর চুরি
ঘ. মগের মুল্লুক

১০. সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. পবি + ইত্র = পবিত্র
খ. প্রতি + উষ = প্রত্যুষ
গ. বি + আহার = ব্যতিহার
ঘ. শশ + অঙ্ক = শশাঙ্ক

১১. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
ক. ঐহিক-পারত্রিক
খ. রসিকতা-পরিহাস
গ. হৃদ্যতা-কপটতা
ঘ. ক্ষয়িষ্ণু-বর্ধিষ্ণু

১২. ধ্বনিবিপর্যয়ের উদাহরণ কোনটি?
ক. রাখিয়া > রাইখ্যা
খ. কন্যা > কইন্যা
গ. কুৎসিত > কুচ্ছিত
ঘ. পিশাচ > পিচাশ

১৩. Patronage-এর বাংলা পরিভাষা কোনটি?
ক. ধারাবাহিক
খ. পৃষ্ঠপোষকতা
গ. কপর্দকহীন
ঘ. খণ্ডকালীন

১৪. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়’ পঙ্‌ক্তিটির রচয়িতা কে?
ক. আল মাহমুদ
খ. শামসুর রাহমান
গ. সমরেশ বসু
ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

১৫. ‘মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা’ গানটির গীতিকার কে?
ক. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. শহীদুল্লা কায়সার
ঘ. অতুল প্রসাদ সেন

১৬. মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস ‘বাতাসে বারুদ রক্তে উল্লাস’-এর রচয়িতা কে?
ক. রাবেয়া খাতুন
খ. শিরীন মজিদ  
গ. সেলিনা হোসেন
ঘ. জুবাইদা গুলশান আরা

১৭. ভাষা আন্দোলনের কবিতা ‘আমাকে কী মাল্য দেবে দাও’-এর কবি কে?
ক. নির্মলেন্দু গুণ
খ. আবদুল মান্নান সৈয়দ  
গ. আসাদ চৌধুরী
ঘ. সানাউল হক

১৮. ‘কোনো কালে একা হয়নি ক’ জয়ী পুরুষের তরবারী,/প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, বিজয়-লক্ষ্মী নারী।’ উদ্ধৃতাংশটি কার?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
ঘ. নির্মলেন্দু গুণ

১৯. ‘নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস’ উদ্ধৃতাংশটি কার?
ক.  রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সুফিয়া কামাল
গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ. কামিনী রায়

২০. মধুসূদন দত্ত সর্বপ্রথম তাঁর কোন কাব্যগ্রন্থে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন?  
ক. চর্তুদশপদী কবিতাবলী
খ. তিলোত্তমাসম্ভব কাব্য
গ. মেঘনাদবধ কাব্য
ঘ. ব্রজাঙ্গনা কাব্য

বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৬-এর উত্তর

১. ক। ২. ঘ। ৩. খ। ৪. গ। ৫. গ। ৬. ঘ। ৭. গ। ৮. গ। ৯. ক। ১০. ঘ।
১১. খ। ১২. ঘ । ১৩. খ। ১৪. ঘ। ১৫. ঘ। ১৬. ঘ। ১৭. ক। ১৮. খ। ১৯. ক। ২০. খ।