সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন সময় প্রস্তুতির। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ২৪তম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন ঢাকার কোতোয়ালি থানার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ সুর।
১. দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
ক) ব্রাজিল
খ) আর্জেন্টিনা
গ) চিলি
ঘ) ভেনেজুয়েলা
২. ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধি কে পেয়েছেন?
ক) মাদার তেরেসা
খ) মমতা বন্দ্যোপাধ্যায়
গ) শেখ হাসিনা
ঘ) ইন্দিরা গান্ধী
৩. ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন’ কোন-জাতীয় সংস্থা?
ক) সরকারি সংস্থা
খ) বেসরকারি সংস্থা
গ) সাংবিধানিক সংস্থা
ঘ) অসাংবিধানিক সংস্থা
৪. স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
ক) জাতীয় স্মৃতিসৌধ
খ) লালবাগের কেল্লা
গ) সোনা মসজিদ
ঘ) শহীদ মিনার
৫. দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিগুলোর মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়—
ক) বাফার রাষ্ট্র
খ) নিরপেক্ষ রাষ্ট্র
গ) স্থলবেষ্টিত রাষ্ট্র
ঘ) জিরো সাম রাষ্ট্র
৬. ‘খালিস্তান টাইগার ফোর্স’ কোন দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন?
ক) পাকিস্তান
খ) আফগানিস্তান
গ) ভারত
ঘ) মালদ্বীপ
৭. ‘বিশ্ব সাদাছড়ি দিবস’ কবে পালন করা হয়?
ক) ১৪ অক্টোবর
খ) ১৫ অক্টোবর
গ) ১৬ অক্টোবর
ঘ) ১৭ অক্টোবর
৮. বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারকের সর্বোচ্চ বয়স কত বছর?
ক) ৬৫ বছর
খ) ৬৭ বছর
গ) ৬৯ বছর
ঘ) ৬২ বছর
৯. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালি?
ক) জিব্রলটার
খ) বসফরাস
গ) বাবেল মান্দেব
ঘ) বেরিং
১০. দ্য গার্ডিয়ান পত্রিকা কোন শহর থেকে প্রকাশিত হয়?
ক) নিউইয়র্ক
খ) টোকিও
গ) লন্ডন
ঘ) আটলান্টা
১১. বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে?
ক) এ এন সাহা
খ) কামরুল হাসান
গ) জয়নুল আবেদিন
ঘ) মোস্তফা মনোয়ার
১২. বৈদ্যনাথতলাকে ‘মুজিবনগর’ নামকরণ করেন কে?
ক) তাজউদ্দীন আহমদ
খ) সৈয়দ নজরুল ইসলাম
গ) ক্যাপ্টেন মনসুর আলী
ঘ) আতাউল গণি ওসমানী
১৩. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে বেলফোর ঘোষণা ১৯১৭-এর প্রতিপাদ্য ছিল—
ক) জাতিপুঞ্জ সৃষ্টি করা
খ) অটোমানদের জায়গা দখল করা
গ) ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন
ঘ) জার্মানির বিরুদ্ধে মিত্রশক্তির নতুন কৌশল অবলম্বন
১৪. ‘ডমিনো’ তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
ক) নিকট প্রাচ্য
খ) পূর্ব আফ্রিকা
গ) দক্ষিণ-পূর্ব এশিয়া
ঘ) পূর্ব ইউরোপ
১৫. বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?
ক) ১৯৯৫
খ) ১৯৯৬
গ) ১৯৯৭
ঘ) ১৯৯৮
১৬. নিচের কোন ব্যক্তি আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি নন?
ক) কর্নেল শওকত আলী
খ) সার্জেন্ট জহুরুল হক
গ) লেফটেন্যান্ট আব্দুর রউফ
ঘ) শফিউর রহমান
১৭. ‘রেইডার’ শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত?
ক) রাগবি
খ) ভলিবল
গ) বেসবল
ঘ) কাবাডি
১৮. কোন চলচ্চিত্রটি ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে নির্মিত হয়?
ক) আবার তোরা মানুষ হ
খ) চিত্রা নদীর পারে
গ) মাটির ময়না
ঘ) নদীর নাম মধুমতী
১৯. ম্যাপলপাতার দেশ কোনটি?
ক) থাইল্যান্ড
খ) সুইজারল্যান্ড
গ) নরওয়ে
ঘ) কানাডা
২০. ব্রিকসের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) ইয়েকাতেরিনবার্গ, রাশিয়া
খ) বেইজিং, চীন
গ) জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
ঘ) ব্রাসিলিয়া, ব্রাজিল
১. ঘ। ২. গ। ৩. গ। ৪. ঘ। ৫. ক। ৬. গ। ৭. খ। ৮. খ। ৯. গ। ১০. গ।
১১. খ। ১২. ক। ১৩. গ। ১৪. গ। ১৫. ঘ। ১৬. ঘ। ১৭. ঘ। ১৮. খ। ১৯. ঘ। ২০.ক।