১৮তম শিক্ষক নিবন্ধন: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১০

মডেল: রবিউল হাসান ও নাহিদা আহমেদ
ছবি: সাবিনা ইয়াসমিন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারী প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের দশম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. ‘আন্তর্জাতিক বুকার পুরস্কার-২০২৩’ বিজয়ী উপন্যাসের নাম কী?
ক. টম্ব অব স্যান্ড
খ. টাইম শেল্টার
গ. দ্য প্রমিস
ঘ. মিল্কম্যান

২. বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
ক. অজয় বাঙ্গা
খ. ডেভিড ম্যালপাস
গ. হরভজন বাঙ্গা
ঘ. রবার্ট জুয়েলিক

৩. ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?
ক. আর্থার বেলফোর
খ. মোনাটেম বেগিন
গ. ব্যারন এডমন্ড
ঘ. থিওডোর হার্জেল

৪. অটিস্টিক শিশুদের অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপনে সমস্যা দেখা দেয় কেন?
ক. ভাষাগত অসুবিধার কারণে
খ. অন্যের প্রতি মনোযোগী নয় বলে
গ. কথা শুনতে পায় না বলে
ঘ. নিজস্ব নিয়মের মধ্যে চলে বলে

৫. ‘ঢাকা গেট’ নির্মাণ করেন কে?
ক. বাহাদুর শাহ
খ. মীর জুমলা
গ. ইসলাম খান
ঘ. শাহ সুজা

৬. ‘ভূরুঙ্গামারী সীমান্ত’ কোন জেলায় অবস্থিত?
ক. পঞ্চগড়
খ. কুড়িগ্রাম
গ. লালমনিরহাট
ঘ. নীলফামারী

৭. সংবিধানের কোন তফসিলে মুজিবনগর সরকারের জারিকৃত ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ অন্তর্ভুক্ত করা হয়?
ক. সপ্তম
খ. ষষ্ঠ
গ. পঞ্চম
ঘ. তৃতীয়

৮. কোন পত্রিকাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি’ হিসেবে আখ্যায়িত করে?
ক. নিউইয়র্ক টাইমস
খ. নিউজ উইক
গ. ডেইলি মেইল
ঘ. দ্য গার্ডিয়ান

৯. কাজাখস্তানের রাজধানীর নাম কী?
ক. দুশানবে
খ. আশাখাবাদ
গ. বিশবেক
ঘ. আস্তানা

১০. ‘সাইনিং পাথ’ কোন দেশভিত্তিক গেরিলা সংগঠন?  
ক. ফিলিপাইন
খ. নাইজেরিয়া
গ. পেরু
ঘ. কলম্বিয়া

১১. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচির প্রথম দফা কী ছিল?
ক. বিচার বিভাগ পৃথককরণ
খ. বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি
গ. জমিদারি প্রথা উচ্ছেদ
ঘ. অবৈতনিক প্রাথমিক শিক্ষা

১২. ক্যাপ্টেন এম মনসুর আলী মুজিবনগর সরকারের কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?
ক. অর্থ
খ. স্বরাষ্ট্র
গ. ত্রাণ ও পুনর্বাসন
ঘ. পররাষ্ট্র

১৩. ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কী নামে প্রচারিত হয়?
ক. বজ্রকণ্ঠ
খ. জনকণ্ঠ
গ. মুক্তকণ্ঠ
ঘ. জনতার কণ্ঠ

১৪. সম্প্রতি কোন দেশ ন্যাটোতে ৩১তম সদস্য হিসেবে যোগ দিয়েছে?
ক. কানাডা
খ. ফিনল্যান্ড
গ. সাইপ্রাস
ঘ. অস্ট্রেলিয়া

১৫. ‘বিশ্ব খাদ্য দিবস’ পালিত হয় কবে?
ক. ১৬ অক্টোবর
খ. ১৫ সেপ্টেম্বর
গ. ২০ডিসেম্বর
ঘ. ২১ নভেম্বর

১৬. সুয়েজখাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে?
ক. এডেন সাগর ও লোহিত সাগর
খ. লোহিত সাগর ও ভূমধ্যসাগর
গ. মর্মর সাগর ও কৃষ্ণ সাগর
ঘ. উত্তর সাগর ও বেরিং সাগর

১৭. ‘এডিবি’-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?  
ক. ম্যানিলা
খ. সিঙ্গাপুর
গ. জাকার্তা
ঘ. ভিয়েনা

১৮. ঐতিহাসিক ছয় দফা দাবির প্রথম দাবিটি কী?
ক. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
খ. শাসনতান্ত্রিক ক্ষমতা
গ. মুদ্রা ও অর্থসংক্রান্ত ক্ষমতা
ঘ. কর ও রাজস্বসংক্রান্ত ক্ষমতা

১৯. ‘সাজেক ভ্যালি’ কোথায় অবস্থিত?
ক. রাঙামাটি
খ. বান্দরবান
গ. খাগড়াছড়ি
ঘ. কক্সবাজার

২০. ফ্রিল্যান্সার কী?
ক. মুক্ত বাণিজ্য
খ. মুক্ত চিন্তা
গ. মুক্ত সমাবেশ
ঘ. মুক্ত পেশাজীবী

মডেল টেস্ট  ১০-এর উত্তর

১. খ। ২. ক। ৩. ঘ। ৪. ক। ৫. খ। ৬. খ । ৭. ক। ৮. খ। ৯. ঘ । ১০. গ।
১১. খ। ১২. ক। ১৩. ক। ১৪. খ। ১৫. ক। ১৬. খ। ১৭. ক। ১৮. খ। ১৯. ক। ২০. ঘ।