৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ ১৯তম পর্বে সাধারণ বিজ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১. ‘ভর ও শক্তি সমতুল্য’—কোন বিজ্ঞানীর অভিমত?
ক. নিউটন
খ. গ্যালিলিও
গ. আইনস্টাইন
ঘ. ফ্যারাডে
২. আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম কী?
ক. টাইফুন
খ. সিরোক্কো
গ. খাসমিন
ঘ. সাইমুম
৩. হৃৎপিণ্ডের স্পন্দনের হার অনিয়মিত হলে তা কোনটির মাধ্যমে শনাক্ত করা যায়?
ক. ইসিজি
খ. ইটিটি
গ. এক্স–রে
ঘ. এনজিওগ্রাফি
৪. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
ক. সোডিয়াম
খ. পটাশিয়াম
গ. ম্যাগনেশিয়াম
ঘ. ক্যালসিয়াম
৫. ঈশ্বরকণা আবিষ্কার করেন কে?
ক. জন ফ্রিডম্যান
খ. পিটার হিগস
গ. স্টিফেন হকিং
ঘ. আলবার্ট আইনস্টাইন
৬. কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা দেয়?
ক. ভিটামিন-এ
খ. ভিটামিন-বি১২
গ. ভিটামিন-সি
ঘ. ভিটামিন-ডি
৭. কত সালে ‘ট্রানজিস্টর’ আবিষ্কৃত হয়?
ক. ১৯৪১
খ. ১৯৪৮
গ. ১৯৪৪
ঘ. ১৯৫২
৮. কোনটিকে ‘তরল সোনা’ বলা হয়?
ক. প্রাকৃতিক গ্যাস
খ. কয়লা
গ. পেট্রোলিয়াম
ঘ. সিলিকা জেল
৯. মহাদেশ ও মহাসাগরের সংযোগস্থল থেকে সাগরের দিকে নিমজ্জিত অংশের নাম কী?
ক. গিরিখাত
খ. মহীঢাল
গ. মহীসোপান
ঘ. মহীস্ফীতি
১০. ক্যানসার নিয়ন্ত্রণের কৌশল কোনটি?
ক. ইসিজি
খ. রেডিওথেরাপি
গ. সিটিস্ক্যান
ঘ. এমআরআই
১১. মস্তিষ্কের কোনো অংশের শিরা বা ধমনি ছিঁড়ে যাওয়ার ফলে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার অবস্থাকে কী বলে?
ক. স্ট্রোক
খ. হার্ট অ্যাটাক
গ. হৃদ্রোগ
ঘ. ক্যানসার
১২. ‘এভিকালচার’ কী?
ক. মৎস্য চাষ
খ. পাখিপালনবিদ্যা
গ. মৌমাছি চাষ
ঘ. রেশম চাষ
১৩. নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি?
ক. তেল
খ. পানি
গ. গ্যাস
ঘ. জীবাশ্ম জ্বালানি
১৪. এমআরআই (MRI) পরীক্ষায় কোনটি ব্যবহার করা হয়?
ক. আলোর প্রতিসরণ
খ. চৌম্বকক্ষেত্র
গ. তড়িৎচৌম্বক
ঘ. প্রতিধ্বনি
১৫. উদ্ভিদের মূল, ফুল ও ফল উৎপাদন এবং বর্ধনে কোনটির ভূমিকা রয়েছে?
ক. সোডিয়াম
খ. ম্যাগনেশিয়াম
গ. ক্যালসিয়াম
ঘ. পটাশিয়াম
১৬. কোনটি বাড়ির কোনো নির্দিষ্ট অংশের তড়িৎ সরবরাহ বন্ধ করে?
ক. প্লাগ
খ. সুইচ
গ. সার্কিট ব্রেকার
ঘ. চাবি
১৭. পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী?
ক. কার্বন মনোঅক্সইড
খ. হাইড্রোজেন সালফাইড
গ. ক্যালসিয়াম সালফেট
ঘ. কার্বন ডাইঅক্সইড
১৮. ক্যামেরার ফিল্মে কোন রাসায়নিক বস্তুর প্রলেপ থাকে?
ক. হাইপো
খ. মারকারি
গ. রুপা
ঘ. ক্লোরিন
১৯. লেবুর রসে কোন অ্যাসিড বিদ্যমান?
ক. টারটারিক অ্যাসিড
খ. মেলানিক অ্যাসিড
গ. সাইট্রিক অ্যাসিড
ঘ. ম্যালিক অ্যাসিড
২০. কোনটিকে ‘নীল ছত্রাক’ বলা হয়?
ক. এগারিকাস
খ. পেনিসিলিয়াম
গ. ইস্ট
ঘ. মিউকর
১. গ। ২. ঘ। ৩. ক। ৪. ক। ৫. খ। ৬. খ। ৭. খ। ৮. গ। ৯. গ। ১০. খ।
১১. ক। ১২. খ। ১৩. খ। ১৪. খ। ১৫. ঘ। ১৬. গ। ১৭. খ। ১৮. গ। ১৯. গ। ২০. খ।