প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৭

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন সময় প্রস্তুতির। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ১৭তম পর্বে গণিত বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন মো. আফজাল হোসেন

মডেল: হাদী, রিয়া ও সিফাত
ছবি: প্রথম আলো

বিষয়ভিত্তিক মডেল টেস্ট (গণিত)–এর উত্তর

১. ক। ২. ক। ৩. গ। ৪. গ। ৫. খ। ৬. ক। ৭. খ। ৮. ঘ। ৯. খ। ১০. ঘ।

১১. খ। ১২. গ। ১৩. গ। ১৪. ঘ। ১৫. গ। ১৬. খ। ১৭. গ। ১৮. গ। ১৯. খ। ২০. গ।