৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৩

প্রতীকী ছবি: প্রথম আলো

৪৬তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন। প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের তৃতীয় পর্বে আজ বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. ‘স্মার্ট বাংলাদেশ দিবস’ পালিত হয় কত তারিখে?
ক. ১২ নভেম্বর
খ. ১৬ ফেব্রুয়ারি
গ. ১৪ অক্টোবর
ঘ. ১২ ডিসেম্বর

২. কৃষকের পণ্য অনলাইনে বিক্রির বন্দোবস্ত করতে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক তৈরি করা ওয়েবসাইটের নাম কী?
ক. নিপুণ
খ. সদাই
গ. টেরাই
ঘ. বাজার

৩. বাংলাদেশে বর্তমানে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
ক. ৪,৭০০টি
খ. ৪,৬৭৪টি
গ. ৪,৫৭০টি
ঘ. ৪,৫৯৬টি

৪. ফোর্বস ম্যাগাজিন ২০২৩-এ বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কততম?
ক. ৪৪তম
খ. ৪৬তম
গ. ৪৮তম
ঘ. ৫১তম

৫. বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বছর কোনটি?
ক. ২০২১
খ. ২০২২
গ. ২০২৩
ঘ. ২০২৫

৬. ‘বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস’ পালিত হয় কবে?
ক. ৪ নভেম্বর
খ. ৯ সেপ্টেম্বর
গ. ৬ ডিসেম্বর
ঘ. ১৪ জানুয়ারি

৭. বর্তমানে বিসিক শিল্পনগরীর সংখ্যা কত?
ক. ৭৯টি
খ. ৮০টি
গ. ৮১টি
ঘ. ৮২টি

৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি’ বর্ণিত আছে?
ক. ২৩ (১)
খ. ২৩ (ক)
গ. ২৪ (২)
ঘ. ১৮ (গ)

৯. ৬ ডিসেম্বর ২০২৩ বাংলাদেশের কোনটিকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণা করা হয়?
ক. ঢাকাই মসলিন
খ. বগুড়ার দই
গ. নাটোরের কাঁচাগোল্লা
ঘ. ঢাকার রিকশা ও রিকশাচিত্র

১০. ২০২৩ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক. ভারত
খ. বাংলাদেশ
গ. নেপাল
ঘ. শ্রীলঙ্কা

১১. বিশ্বব্যাংকের রিপোর্ট অনুসারে, প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. দশম
খ. নবম
গ. সপ্তম
ঘ. চতুর্থ

১২. জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, দেশে সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) কত?
ক. ৭৪.৮০
খ. ৭২.৮০
গ. ৭৬.৭১
ঘ. ৭২.৯৪

১৩. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে কতটি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করে?
ক. ৪৪টি
খ. ৪২টি
গ. ২৮টি
ঘ. ৩৮টি

১৪. জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিবেদন ২০২৩ মতে, খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. দ্বিতীয়
খ. চতুর্থ
গ. পঞ্চম
ঘ. তৃতীয়

১৫. বাংলাদেশে ‘রিং দ্য বেল’ কোন কার্যক্রমের সঙ্গে জড়িত?
ক. বাল্যবিবাহ প্রতিরোধ
খ. নারী নির্যাতন প্রতিরোধ
গ. শিশুশ্রম নিরসন
ঘ. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ

১৬. বিখ্যাত কার্টুন ‘টোকাই’-এর চিত্রশিল্পী কে?
ক. রফিকুন নবী
খ. জয়নুল আবেদিন
গ. কামরুল হাসান
ঘ. মর্তুজা বশীর

১৭. ‘কুহু অভয়ারণ্য’ কোথায় অবস্থিত?
ক. রংপুর
খ. দিনাজপুর
গ. জামালপুর
ঘ. গাজীপুর

১৮. কক্সবাজারের আইকনিক রেলস্টেশনের স্থপতি (নকশাকার) কে?
ক. হামিদুজ্জামান খান
খ. নিতুন কুণ্ডু
গ. মো. ফয়েজ উল্লাহ
ঘ. ভাস্কর রাসা

১৯. দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত?
ক. লোহাগাড়া, চট্টগ্রাম
খ. আলুটিলা, খাগড়াছড়ি
গ. কুলাউড়া, মৌলভীবাজার
ঘ. রামু, কক্সবাজার

২০. ১ নভেম্বর ২০২৩ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে (২০২৪-২০২৮ মেয়াদে) নির্বাচিত হন কোন বাংলাদেশি?
ক. সায়মা ওয়াজেদ
খ. শেখ রেহানা
গ. শেখ হাসিনা
ঘ. সজীব ওয়াজেদ জয়

মডেল টেস্ট ৩ -এর উত্তর

১. ঘ। ২. খ। ৩. ঘ। ৪. খ। ৫. ক। ৬. গ। ৭. ঘ। ৮. খ। ৯. ঘ। ১০. খ।

১১. গ। ১২. ক। ১৩. গ। ১৪. ঘ। ১৫. খ। ১৬. ক। ১৭. ঘ। ১৮. গ। ১৯. ক। ২০. ক ।