বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারী প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের চতুর্থ পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১. জাতীয় পেনশন স্কিম (সামাজিক নিরাপত্তার অধিকার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদের সঙ্গে সম্পর্কিত?
ক. ১৬ (ক)
খ. ১৭ (গ)
গ. ১৯ (৩)
ঘ. ১৫ (ঘ)
২. জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
ক. কাসাবা কোরেসি, হাঙ্গেরি
খ. ডেনিস ফ্রান্সিস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
গ. আবদুল্লাহ শহীদ, মালদ্বীপ
ঘ. অ্যান্টনি ব্লিঙ্কেন, যুক্তরাষ্ট্র
৩. উপমহাদেশে ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে কারা?
ক. ফরাসিরা
খ. ইংরেজরা
গ. ওলন্দাজরা
ঘ. পুর্তগিজরা
৪. কমনওয়েলথ-বাংলাদেশ বঙ্গবন্ধু গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৩ লাভ করে কোন সংস্থা?
ক. ইকো ব্রিকস
খ. প্লানেট গ্রিন আফ্রিকা
গ. গ্রিনপিস
ঘ. সিএএন
৫. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি কত মিনিটের ছিল?
ক. ১২ মিনিট
খ. ১৮ মিনিট
গ. ২২ মিনিট
ঘ. ২৫ মিনিট
৬. ‘কালা পাহাড়’ বলা হয় কোনটিকে?
ক. লালমাই পাহাড়
খ. গারো পাহাড়
গ. জৈয়ন্তিকা পাহাড়
ঘ. চিম্বুক পাহাড়
৭. হাকালুকি হাওর কোথায় অবস্থিত?
ক. কিশোরগঞ্জ
খ. সুনামগঞ্জ
গ. মৌলভীবাজার
ঘ. হবিগঞ্জ
৮. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন কোন প্রতিষ্ঠানে?
ক. বাংলাদেশ চা বোর্ড
খ. বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড
গ. বাংলাদেশ রবার গবেষণা বোর্ড
ঘ. বাংলাদেশ পাট গবেষণা বোর্ড
৯. রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
ক. প্রথম ৪টি
খ. প্রথম ৬টি
গ. প্রথম ৮টি
ঘ. প্রথম ১০টি
১০. বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?
ক. রাষ্ট্রপতি ভবন
খ. বঙ্গভবন
গ. গণভবন
ঘ. উত্তরা গণভবন
১১. ‘জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস’ কবে পালিত হয়?
ক. ৭ জুলাই
খ. ৬ অক্টোবর
গ. ৬ জুন
ঘ. ১৩ নভেম্বর
১২. ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ মতে, বাংলাদেশে খানাপ্রতি গড় সদস্য কত?
ক. ৪.০
খ. ৪.৪
গ. ৪.৩
ঘ. ৪.২
১৩. টিভির রিমোট কন্ট্রোলে কোন তরঙ্গ ব্যবহৃত হয়?
ক. শব্দোত্তর
খ. ইনফ্রারেড
গ. আলট্রাসনিক
ঘ. রেডিও
১৪. কোন কণা ঈশ্বরকণা নামে পরিচিত?
ক. বোসন
খ. মেসন
গ. হিগস-বোসন
ঘ. লেপটন
১৫. কম্পিউটারের আউটপুট যন্ত্রাংশ কোনটি?
ক. লাইটপেন
খ. প্রজেক্টর
গ. সেন্সর
ঘ. ওয়েবক্যাম
১৬. বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
ক. স্পেস এক্স
খ. থ্যালাস অ্যালেনিয়া
গ. রকেট ল্যাব
ঘ. ব্লু অরিজিন
১৭. বাংলাদেশে প্রথম ৫-জি (ফাইভ-জি) মোবাইল ইন্টারনেট সেবা চালু করে কোনটি?
ক. টেলিটক
খ. গ্রামীণফোন
গ. এয়ারটেল
ঘ. বাংলালিংক
১৮. রাশিয়া–ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের কোন জাহাজ হামলার শিকার হয়?
ক. বাংলার সমৃদ্ধি
খ. বাংলার আকবর
গ. বাংলার ঈসা খাঁ
ঘ. রূপসী বাংলা
১৯. কোন যুদ্ধের সঙ্গে ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল’ নামটি জড়িত?
ক. ওয়াটারলু যুদ্ধ
খ. ক্রিমিয়া যুদ্ধ
গ. আফিম যুদ্ধ
ঘ. পলাশীর যুদ্ধ
২০. বাংলাদেশের সর্ব–উত্তরের উপজেলা কোনটি?
ক. টেকনাফ
খ. বাংলাবান্ধা
গ. শিবগঞ্জ
ঘ. তেঁতুলিয়া
১. ঘ। ২. খ। ৩. ঘ। ৪. ক। ৫. খ। ৬. ঘ। ৭. গ। ৮. ক। ৯. ক । ১০. খ।
১১. খ। ১২. ক। ১৩. খ। ১৪. গ। ১৫. খ। ১৬. খ। ১৭. ক। ১৮. ক। ১৯. খ। ২০. ঘ।