৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৮

৪৬তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন। প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ অষ্টম পর্বে সাধারণ বিজ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. অপটিক্যাল ফাইবার কীভাবে ডেটা পরিবহন করে?

ক. আলোর প্রতিফলন

খ. আলোর প্রতিসরণ

গ. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

ঘ. আলোর বিকিরণ

২. কোন আলোতে সালোকসংশ্লেষণ কম হয়?

ক. লাল

খ. বেগুনি

গ. সবুজ

ঘ. গোলাপি

৩. দেহের রেচনতন্ত্রে সহায়তা করে কোন অঙ্গটি?

ক. যকৃৎ

খ. ফুসফুস

গ. বৃক্ক

ঘ. হৃৎপিণ্ড

৪. নিচের কোনটি নবায়নযোগ্য জ্বালানি?

ক. কয়লা

খ. গ্যাস

গ. বাতাস

ঘ. পেট্রোলিয়াম

৫. ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থ কোনটি?

ক. সেলিনিয়াম

খ. সোডিয়াম

গ. রুবিয়াম

ঘ. মলিবডেনাম

৬. শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি?

ক. শূন্য

খ. তরল

গ. কঠিন

ঘ. বায়বীয়

৭. প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের পৃষ্ঠের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হতে হবে?

ক. ১৭ মিটার

খ. ১৬.৬ মিটার

গ. ১৫ মিটার

ঘ. ১৬ মিটার

৮. কোনটি প্রাকৃতিক পলিমার?

ক. বাকেলাইট

খ. রাবার

গ. মেলামাইন

ঘ. রেজিন

৯. চা–পাতায় কোন ভিটামিন থাকে?

ক. ভিটামিন এ

খ. ভিটামিন বি কমপ্লেক্স

গ. ভিটামিন সি

ঘ. ভিটামিন ডি

১০. হাইড্রোজেনের আইসোটোপ নয় কোনটি?

ক. হাইড্রোজেন

খ. ডিউটেরিয়াম

গ. টিউটেরিয়াম

ঘ. প্লাটিনাম

১১. যে তাপমাত্রায় চুম্বক তার চুম্বকত্ব হারায়, তাকে কী বলে?

ক. কুরি তাপমাত্রা

খ. আপেক্ষিক তাপমাত্রা

গ. সর্বোচ্চ তাপমাত্রা

ঘ. পরম শূন্য তাপমাত্রা

১২. ডেঙ্গু হলে শরীরে রক্তের কোন উপাদানটি কমে যায়?

ক. হিমোগ্লোবিন

খ. লোহিত রক্তকণিকা

গ. প্লাটিলেট

ঘ. শ্বেত রক্তকণিকা

১৩. ঢেঁকি ছাঁটা চাল ও আটায় বেশি থাকে—

ক. রাইবোফ্ল্যাভিন

খ. পিরিডক্সিন

গ. নিয়াসিন

ঘ. থায়ামিন

১৪. ডায়াবেটিস রোগের লক্ষণ কোনটি?

ক. ঘাম নিঃসরণ হওয়া

খ. ক্ষুধামান্দ্য

গ. ক্ষত আরোগ্য হতে দেরি হওয়া

ঘ. খিটখিটে মেজাজ

১৫. জোয়ার-ভাটার ফলে নদীতে কোনটি ঘটে?

ক. লবণাক্ততা বৃদ্ধি পায়

খ. পানির ঘনত্ব বেড়ে যায়

গ. নদীর খাত গভীর হয়

ঘ. নদী নাব্যতা হারায়

১৬. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার শর্ত কোনটি?

ক. আপতন কোণ = ক্রান্তি কোন

খ. আপতন কোণ > ক্রান্তি কোণ

গ. আপতন কোন < ক্রান্তি কোণ

ঘ. আপতন কোণ > প্রতিসরণ কোণ

১৭. বিদ্যুৎ প্রবাহের একক কোনটি?

ক. কেলভিন

খ. অ্যাম্পিয়ার

গ. ক্যান্ডেলা

ঘ. মোল

১৮. কোনটি বাড়ির কোনো নির্দিষ্ট অংশের তড়িৎ সরবরাহ বন্ধ করে?

ক. ফিউজ

খ. সুইচ

গ. সার্কিট ব্রেকার

ঘ. চাবি

১৯. কোনটিতে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি?

ক. ছোট মাছ

খ. গরুর কলিজা

গ. খাসির মাংস

ঘ. শুঁটকি মাছ

২০. সূর্যের প্রখর উত্তাপেও গরম হয় না কোনটি?

ক. গাছের পাতা

খ. বায়ুমণ্ডল

গ. গাছের ফল

ঘ. মাটি

মডেল টেস্ট ৮-এর উত্তর

১. গ। ২. খ। ৩. গ। ৪. গ। ৫. ক। ৬. গ। ৭. খ। ৮. খ। ৯. খ। ১০. ঘ। ১১. ক। ১২. গ। ১৩. ঘ। ১৪. গ। ১৫. গ। ১৬. খ। ১৭. খ। ১৮. গ। ১৯. ঘ। ২০. ক ।