১. মনসুন অভ্যুত্থান (Monsoon Revolution) কোনো দেশের সঙ্গে সম্পর্কিত?
ক. তিউনিসিয়া
খ. ইরান
গ. বাংলাদেশ
ঘ. ভেনিজুয়েলা
উত্তর: গ. বাংলাদেশ
২. ক্রিকেটে ‘ডায়মন্ড ডাক’ অর্থ কী?
ক. প্রথম বলে শূন্য (০) রানে আউট
খ. শূন্য (০) বলে শূন্য (০) রানে আউট
গ. ইনিংসের প্রথম বলে শূন্য (০) রানে আউট
ঘ. ইনিংসের শেষ বলে শূন্য (০) রানে আউট
উত্তর: খ. শূন্য (০) বলে শূন্য (০) রানে আউট
৩. আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি করা পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে আমদানিকারকের ব্যাংক কর্তৃক ইস্যুকৃত এলসি (LC) এর পূর্ণরূপ কী?
ক. লেটার অব ক্রেডিট (Letter of Credit)
খ. লেটার অব কমিটমেন্ট (Letter of Commitment)
গ. লেটার অব ক্যাপিটাল (Letter of Capital)
ঘ. লেটার অব চার্জ (Letter of Charge)
উত্তর: ক. লেটার অব ক্রেডিট (Letter of Credit)
৪. দীপাবলি ও কালীপূজা উপলক্ষে প্রায় আড়াই শ বছরের ঐতিহ্যবাহী কুণ্ডুবাড়ির মেলা কোনো জেলায় আয়োজিত হয়?
ক. মানিকগঞ্জ
খ. ফরিদপুর
গ. যশোর
ঘ. মাদারীপুর
উত্তর: ঘ. মাদারীপুর
৫. পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া নিদর্শন অনুযায়ী ঢাকা নগরীতে মানব বসতি স্থাপনের ইতিহাস কত বছরের?
ক. প্রায় ৪০০ বছর
খ. প্রায় ২৫০০ বছর
গ. প্রায় ১০০০ বছর
ঘ. প্রায় ৮০০ বছর
উত্তর: খ. প্রায় ২৫০০ বছর
৬. প্রথমবারের মতো আকাশপথে ঢাকা থেকে সরাসরি আফ্রিকা মহাদেশে চলাচলকারী যাত্রীবাহী ফ্লাইট কোনো রুটে পরিচালিত হচ্ছে?
ক. ঢাকা টু পোর্ট লুইস
খ. ঢাকা টু কায়রো
গ. ঢাকা টু আদ্দিস আবাবা
ঘ. ঢাকা টু কেপ টাউন
উত্তর: গ. ঢাকা টু আদ্দিস আবাবা
৭. সার্ক ফিন্যান্স নেটওয়ার্কের বর্তমান চেয়ারপারসন কে?
ক. শক্তিকান্ত দাশ
খ. পি নন্দলাল বীরসিংহে
গ. ড. আহসান এইচ মনসুর
ঘ. সালেহউদ্দিন আহমেদ
উত্তর: গ. ড. আহসান এইচ মনসুর
৮. সম্প্রতি মারাত্মক বন্যার কবলে পড়া ইউরোপীয় দেশ কোনটি?
ক. নেদারল্যান্ডস
খ. মাল্টা
গ. অস্ট্রিয়া
ঘ. স্পেন
উত্তর: ঘ. স্পেন
৯. মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে সরকারিভাবে কী নামে অভিহিত করা হয়?
ক. রোহিঙ্গা উদ্বাস্তু (Rohingya refugee)
খ. রোহিঙ্গা শরনার্থী (Rohingya asylum-seekers)
গ. বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (Forcibly Displaced Myanmar Nationals)
ঘ. রাখাইন নাগরিক (Rakhine citizens)
উত্তর: গ. বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (Forcibly Displaced Myanmar Nationals)
১০. এ বছর জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন (UN COP 16) কোথায় অনুষ্ঠিত হয়েছে?
ক. বাকু, আজারবাইজান
খ. ক্যালি, কলম্বিয়া
গ. সোফিয়া, বুলগেরিয়া
ঘ. বুদাপেস্ট, হাঙ্গেরি
উত্তর: খ. ক্যালি, কলম্বিয়া
১১. বিশ্বে প্রথমবারের মতো রেলপথে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে কোন দেশ?
ক. সুইজারল্যান্ড
খ. সুইডেন
গ. জাপান
ঘ. ডেনমার্ক
উত্তর: ক. সুইজারল্যান্ড
১২. কানাডা সম্প্রতি কোন দেশকে ‘সাইবার শত্রু’ হিসেবে চিহ্নিত করেছে?
ক. ভারত
খ. মেক্সিকো
গ. চীন
ঘ. ইরাক
উত্তর: ক. ভারত
১৩. মার্কিন ইতিহাসে নির্বাচিত প্রবীনতম প্রেসিডেন্ট কে?
ক. জো বাইডেন
খ. হ্যারি ট্রুম্যান
গ. রোনাল্ড রিগ্যান
ঘ. ডোনাল্ড ট্রাম্প
উত্তর: ঘ. ডোনাল্ড ট্রাম্প (৭৮ বয়সে নির্বাচিত)
১৪. যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম-এর ‘টাইম- ১০০ নেক্সট’ ২০২৪ তালিকায় স্থান পেয়েছেন কোনো বাংলাদেশি?
ক. নাহিদ ইসলাম
খ. মাহফুজ আলম
গ. আসিফ মাহমুদ
ঘ. আয়েশা সাবরিনা
উত্তর: ক. নাহিদ ইসলাম
১৫. ঐতিহাসিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন চার বছর পরপর নভেম্বরের কোনো দিন অনুষ্ঠিত হয়ে থাকে?
ক. প্রথম সোমবার
খ. প্রথম মঙ্গলবার
গ. প্রথম রোববারের পরদিন সোমবার
ঘ. প্রথম সোমবারের পরদিন মঙ্গলবার
উত্তর: ঘ. প্রথম সোমবারের পরদিন মঙ্গলবার
১৬. হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি স্থাপিত অত্যাধুনিক রাডার সরবরাহকারী প্রতিষ্ঠান কোনটি?
ক. থ্যালাস
খ. লকহেড মার্টিন করপোরেশনস
গ. বিএই সিস্টেমস
ঘ. এয়ারবাস এসই
উত্তর: ক. থ্যালাস
১৭. বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্র কোনটি?
ক. এসএস পাওয়ার প্ল্যান্ট
খ. বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র
গ. পায়রা বিদ্যুৎকেন্দ্র
ঘ. রামপাল বিদ্যুৎকেন্দ্র
উত্তর: গ. পায়রা বিদ্যুৎকেন্দ্র
১৮. যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দায়িত্ব পালনকারী ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম মুসলিম নারী কে?
ক. ইলহান উমর
খ. ইবতিহাজ মুহাম্মাদ
গ. নাদিয়া হুসাইন
ঘ. রাশিদা তালিব
উত্তর: ঘ. রাশিদা তালিব
১৯. ‘সামাজিক ব্যবসা’ (Social Business) তত্ত্বের প্রবক্তা কে?
ক. অমর্ত্য সেন
খ. অ্যাডাম স্মিথ
গ. ড. মুহাম্মদ ইউনূস
ঘ. সাইমন জনসন
উত্তর: গ. ড. মুহাম্মদ ইউনূস
২০. নির্মাণাধীন বিশ্বের প্রথম আন্তর্জাতিক মহাসাগর স্টেশন কী নামে পরিচিত?
ক. ওশান এক্সপ্লোরার
খ. সিঅরবিটার
গ. ড্রাগন -১
ঘ. ব্লু শার্ক
উত্তর: খ. সিঅরবিটার
*গ্রন্থনা: নওশিন সাদিয়া