সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন সময় প্রস্তুতির। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ১৮তম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন মো. আফজাল হোসেন।
১. দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে চালু হয়েছে?
ক. ১ জানুয়ারি ১৯৯৩
খ. ১ ফেব্রুয়ারি ১৯৯২
গ. ১ সেপ্টেম্বর ১৯৯৫
ঘ. ১ নভেম্বর ১৯৯৭
২. ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক. ২০.৭১ কিমি
খ. ১৯.৭৩ কিমি
গ. ১৯.৪০ কিমি
ঘ. ১৮.৩৯ কিমি
৩. দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম কী?
ক. অপরাজিতা
খ. লিসা
গ. সোফিয়া
ঘ. ফেদা
৪. ১৯৭৪ সালে জাতিসংঘের কততম সাধারণ পরিষদের সভায় বঙ্গবন্ধু বাংলায় ভাষণ প্রদান করেন?
ক. ২৭ তম
খ. ২৯ তম
গ. ৩০ তম
ঘ. ৩১ তম
৫. নাগোরনো-কারাবাখ কোন দুটি দেশের করিডোর?
ক. উজবেকিস্তান-আর্মেনিয়া
খ. আর্মেনিয়া-কাজাকিস্তান
গ. উজবেকিস্তান-তাজিকিস্তান
ঘ. আর্মেনিয়া-আজারবাইজান
৬. কে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন?
ক. তাজউদ্দীন আহমদ
খ. এ এইচ এম কামারুজ্জামান
গ. এম. মনসুর আলী
ঘ. অধ্যাপক ইউসুফ আলী
৭. বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ‘শিরোমণি ট্যাংক যুদ্ধ বা ব্যাটল অব শিরোমণি’ কোথায় সংঘটিত হয়?
ক. ঢাকা
খ. যশোর
গ. রাজশাহী
ঘ. খুলনা
৮. কম্পিউটার শিল্পে ‘Dot Matrix’ বলতে কী বোঝায়?
ক. স্ক্যানার
খ. মডেম
গ. প্রিন্টার
ঘ. স্পিকার
৯. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে হন?
ক. শেরেবাংলা এ কে ফজলুল হক
খ. শেখ মুজিবুর রহমান
গ. মাওলানা ভাসানী
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১০. জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক ইসলামোফোবিয়া প্রতিরোধ দিবস’ কবে?
ক. ১১ এপ্রিল
খ. ২৩ জুন
গ. ১৪ সেপ্টেম্বর
ঘ. ১৫ মার্চ
১১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৮ক অনুচ্ছেদের মূল বিষয়বস্তু কী?
ক. জনস্বাস্থ্য ও নৈতিকতা
খ. পরিবেশ সংরক্ষণ
গ. পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন
ঘ. জীববৈচিত্র্য উন্নয়ন
১২. ‘Soft Power’ গ্রন্থটির লেখক কে?
ক. মিখাইল গর্ভাচেভ
খ. জোসেফ এস নাই
গ. সান জু
ঘ. রোনাল্ড রিগ্যান
১৩. বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ‘ন্যাটো’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৪৯
খ. ১৯২৯
গ. ১৯১৯
ঘ. ১৯৯৪
১৪. ‘গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব’ বিষয়টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত আছে কোন অনুচ্ছেদে?
ক. ১১
খ. ১২
গ. ১৪
ঘ. ১৬
১৫. সম্প্রতি কোন দ্বীপসংলগ্ন ১,৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে ‘মেরিন প্রটেক্টেড এরিয়া’ হিসেবে ঘোষণা করেছে পরিবেশ মন্ত্রণালয়?
ক. মনপুরা দ্বীপ
খ. সেন্ট মার্টিন দ্বীপ
গ. হাতিয়া দ্বীপ
ঘ. ছেঁড়া দ্বীপ
১৬. ‘ওরা টোকাই কেন’ গ্রন্থটি কার?
ক. হাবিবুর রহমান
খ. খন্দকার মাহবুব উদ্দীন
গ. শেখ হাসিনা
ঘ. আখতার খালিদ
১৭. ‘বিশ্ব খাদ্য কর্মসূচি’র সদর দপ্তর কোথায়?
ক. লন্ডন, ব্রিটেন
খ. জেনেভা, সুইজারল্যান্ড
গ. প্যারিস, ফ্রান্স
ঘ. রোম, ইতালি
১৮. বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
ক. ৩২তম
খ. ৩৪তম
গ. ১৩৬তম
ঘ. ১১৩তম
১৯. ‘নর্ড স্ট্রিম-২’ কী সম্পর্কিত পাইপলাইন প্রকল্প?
ক. পানি
খ. গ্যাস
গ. তেল
ঘ. বর্জ্য
২০. নিচের কোনটি চতুর্থ শিল্পবিপ্লবের অংশ?
ক. শিল্পোৎপাদনে স্টিম ইঞ্জিনের ব্যবহার
খ. আইওটি সেন্সরের ব্যবহার
গ. ইলেকট্রিসিটি–চালিত মেট্রোরেল ব্যবস্থা চালুকরণ
ঘ. ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার
১. ক। ২. খ। ৩. ক। ৪. খ। ৫. ঘ। ৬. গ। ৭. ঘ। ৮. গ। ৯. ক। ১০. ঘ।
১১. গ। ১২. খ। ১৩. ক। ১৪. ঘ। ১৫. খ। ১৬. গ। ১৭. ঘ। ১৮. খ। ১৯. খ। ২০. খ।